Yuvasree Prakalpo: পড়াশোনা করেছেন অনেক দূর! তবুও এখনো পর্যন্ত কোনো ভালো চাকরি পাননি? তার জন্য মাঝেমধ্যেই ভুগতে হয় কষ্টে? তবে আপনার জন্য দারুন সংবাদ। আর থাকবে না কোন কষ্ট। প্রত্যেক মাসেই শিক্ষিত বেকাররা পেয়ে যাবেন ২৫০০ টাকা।
কী শুনতে অবাক লাগছে? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। চলতি মাসে রয়েছে লোকসভা নির্বাচন। আগামী ১৯শে এপ্রিল প্রথম দফার ভোট শুরু হবে। এই ভোটকে কেন্দ্র করে একাধিক নতুন প্রকল্প এনেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকার।
যদি আপনি শিক্ষিত পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথচ বেকার তাহলে আপনার জন্য সুখবর। কীভাবে করবেন আবেদন? এই প্রকল্পের নাম কী? আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে? কী কী সুযোগ-সুবিধা পাবেন এই প্রকল্পকে কেন্দ্র করে?
Yuvasree Prakalpo
সম্প্রতি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে মহিলা গ্রাহকদের ইতিমধ্যেই দেওয়া হচ্ছে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার। এর সঙ্গে সঙ্গে একাধিক রাজ্য থেমে নেই। পশ্চিমবঙ্গের কথা বলেই দেখা যায় জনপ্রিয় স্কিম লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্পের টাকা। আগে যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় মহিলারা প্রত্যেক মাসে ৫০০/- টাকা করে পেতেন এবার থেকে তারা পাচ্ছেন হাজার টাকা। এছাড়াও যারা রয়েছেন অনগ্রসর শ্রেণীভুক্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাচ্ছে ১২০০/- টাকা।
পাশাপাশি বহু দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য আরও বেশ কিছু ধরণের স্কিম নিয়ে হাজির রাজ্য এবং কেন্দ্র সরকার। দেশবাসীর জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে শুরু করে উজ্জ্বলা যোজনার মত একাধিক প্রকল্প ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। মহিলাদের জন্য রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী, রূপশ্রী মতো একাধিক প্রকল্প। ঠিক তেমনি বেকার যুবক যুবতীদের নিয়ে শুরু হচ্ছে যুবশ্রী প্রকল্প।
এই প্রকল্পের আওতায় কারা সুযোগ-সুবিধা পাবেন?
যে সমস্ত রাজ্যের বাসিন্দারা শিক্ষিত অথচ বেকার তারা পাবেন যুবশ্রী প্রকল্পের সুবিধা। এক্ষেত্রে বার্ষিক পারিবারিক আয় ২.৫ লক্ষের কম হতে হবে। এছাড়া থাকতে হবে বেকার প্রার্থীদের জন্য এক্সচেঞ্জ কার্ড। তার নিকটবর্তী যে কোনও অফিসে গিয়েই বানাতে পারবেন। রাখতে হবে জরুরি প্রয়োজনীয় ডকুমেন্টস।
প্রয়োজনীয় নথি
- ভোটার কার্ড।
- আধার কার্ড।
- প্যান কার্ড।
- ইনকাম সার্টিফিকেট।
- ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস।
- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল।