Ration Shop Job: রেশন দোকানে খুলছে CSC সেন্টার! হাজার হাজার কর্মসংস্থান হবে।

Ration Shop Job: রাজ্যের রেশন দোকানগুলিতে ঘটতে চলেছে বিরাট পরিবর্তন। বদল হলো রেশন দোকানের নিয়মে। বাড়লো রেশন দোকানের কাজের তালিকা। এবার থেকে শুধুমাত্র রেশন দোকানের মাধ্যমেই বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে যাবেন রাজ্যবাসী।

বর্তমানে রেশন দোকানগুলি থেকে চাল ডাল গম এবং অন্যান্য শস্য সরকারি দামে পাওয়ার পাশাপাশি মুদিখানার বিভিন্ন রকমের জিনিসও পাওয়া যায়। এইসব পরিষেবার পাশাপাশি আরো এক গুরুত্বপূর্ণ পরিসেবা দেওয়ার জন্য নির্বাচন করা হলো রাজ্যের রেশন দোকানগুলিকে।

এখন থেকে আর মাসিক চাল ডাল ও অন্যান্য শস্য বিতরণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না রেশন দোকানগুলি। বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ও প্রমাণপত্র তৈরি করিয়ে নেওয়া যাবে রেশন দোকানের মাধ্যমে। নিকটবর্তী ফেয়ার প্রাইস শপে চলে গেলেই হয়ে যাবে বিভিন্ন ধরনের সরকারি কাজ।

রেশন দোকানগুলির চিরাচরিত কাজ যেমন মাসিক শস্য সরকারি দামে উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি এবার থেকে চলবে বিভিন্ন ধরনের সরকারি কাজ। এই কারণেই রেশন দোকানে রীতিমতো অফিসের আদলে কম্পিউটার ডেক্সটপ এর সামনে বসে কাজ করতে দেখা যাবে বেশ কিছু মানুষকে।

মাসিক শস্য দেওয়া ছাড়া আর কী কাজ করা হবে রেশন দোকানের মাধ্যমে?

নির্দেশ অনুসারে অতি শীঘ্রই রেশন দোকানে শুরু করা হবে বিভিন্ন সরকারি কাজ। সাধারণ ভারতীয় নাগরিকদের প্রমাণপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড ইত্যাদি তৈরি করা হবে নিকটবর্তী রেশন দোকানেই। এর পাশাপাশি চলবে কমন সার্ভিস সেন্টারে হওয়া বিভিন্ন রকমের সরকারি কাজ।

অফিসিয়াল ভাবে কী ঘোষণা করা হয়েছে?

সম্প্রতি রাজ্যের খাদ্য দপ্তর থেকে রাজ্যের রেশন দোকানগুলিকে রেশন দেওয়ার পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্র হিসাবে কাজ করানোর ঘোষণা করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণায় সম্মতি প্রকাশ করলে তবে অফিশিয়াল ভাবে রাজ্যবাসীর জন্য চালু করা হবে এই সুবিধা।

রেশন দোকানে বাংলা সহায়তা কেন্দ্র করা হলে কী কী সুবিধা হবে?

১) সাধারণ জনগণ দূর দূরান্তে অন্য কোথাও না গিয়ে বাড়ির নিকটবর্তী রেশন দোকানের মাধ্যমেই সেরে ফেলতে পারবেন নিজেদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কাজ।

২) ভারতীয় নাগরিকের প্রমাণপত্র তৈরি হয়ে উঠবে সহজলভ্য। এর জন্যই খরচা করতে হবে না কোন রকম টাকা পয়সা।

৩) শহর থেকে গ্রামে সর্বত্রই খুব সহজে এবং অল্প খরচে ছড়িয়ে পড়বে সরকারি পরিষেবা।

৪) বাংলা সহায়তা কেন্দ্র হিসাবে রেশন দোকানের ডিলাররাও পেয়ে যাবেন বাংলা সহায়তা কেন্দ্রের পরিচালকদের সমমানের কমিশন।

শুধুমাত্র রাজ্য সরকারের তরফ থেকেই নয়, কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও এমন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। রেশন দোকানে কেন্দ্রীয় সরকারের কমন সার্ভিস সেন্টার বা CSC খোলার কথা ভাবা হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের CSC র মাধ্যমেএকই রকমভাবে অনলাইন পরিষেবা দেওয়া হয়ে থাকে সাধারণ ভারতীয় নাগরিকদের। তবে এর জন্য ব্যয় করতে হয় সামান্য পরিমাণ অর্থের। তবে একই রকম ভাবে রেশনের ডিলাররা এক্ষেত্রেও পেয়ে যাবেন কিছু শতাংশ কমিশন।

এই বিষয়ে রেশন দোকানের ডিলাররাও সহমত প্রকাশ করেছেন। তাদের দাবি রেশন দোকানগুলিতে কেন্দ্রীয় সরকারের কমন সার্ভিস সেন্টার এবং রাজ্য সরকারের বাংলা সহায়তা কেন্দ্র উভয়ই স্থাপন করা হোক। এতে বহুমাত্রায় লাভবান হবেন রেশন দোকানের ডিলাররা।

Leave a Comment