Free Gas: বিগত কয়েক মাস ধরেই হু হু করে বেড়ে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। গ্যাসের মূল্য বৃদ্ধির কথা এখন প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে খবরের কাগজের পাতায় পাতায়। কিন্তু এবার স্বস্তি মিলল দেশবাসীর। লোকসভা নির্বাচনের মধ্যেই রান্নার গ্যাস পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে। শুধুমাত্র আধার কার্ড থাকলেই মিলবে এই সুবিধা।
বর্তমানে কলকাতায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম চলছে প্রতি গ্যাস সিলিন্ডার আটশ টাকা করে। এর পাশাপাশি বেশিরভাগ মেট্রো শহরগুলিতে রান্নার গ্যাসের দাম পার করেছে হাজারের গণ্ডি। দেশের দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের অবস্থা নাজেহাল। এমতাবস্থায় ভারতের দরিদ্র শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে নিয়ে আসা হয়েছে এক দারুণ যোজনা। যার ফলে গ্যাস সিলিন্ডারের জন্য আর দিতে হবে না নগদ হাজার হাজার টাকা। কোনরকম টাকা না দিয়ে বিনামূল্যেই পাওয়া যাবে রান্নার গ্যাসের সিলিন্ডার।
ভারতের দারিদ্র্য সীমার নিচে থাকা মহিলাদের যাতে সহজে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করতে কোন রকম অসুবিধা না হয়, তার জন্য লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং গ্যাসের সংযোগ প্রদান করার উজ্জ্বলা যোজনা চালু করে দেওয়া হয়েছিল। এর ফলে দেশের বহু মহিলা উপকৃত হয়েছেন।
কারা উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করতে পারবেন?
ভারতীয় মহিলারা যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে থাকেন অর্থাৎ যাদের BPL সার্টিফিকেট রয়েছে এমন SC, ST, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বনবাসী, অনগ্রসর শ্রেণী, দরিদ্র পরিবারের মহিলারাই একমাত্র উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করতে পারবেন।
কী কী নথিপত্র লাগবে?
- আধার কার্ড।
- Kyc করা ব্যাংক একাউন্ট নাম্বার।
- IFSC কোড।
- BPL সার্টিফিকেট।
কীভাবে আবেদন করবেন?
উজ্জ্বলা যোজনায় অনলাইন অথবা অফলাইন দু’রকম মাধ্যমেই আবেদন করা যেতে পারে। অনলাইনে আবেদন করার জন্য চলে যেতে হবে pmuy.gov.in এই পোর্টালে। সেখান থেকে এলপিজি কোম্পানির নাম বেছে নিয়ে সম্পূর্ণ ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর ডিস্ট্রিবিউটারদের কাছে গেলেই পাওয়া যাবে বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার। এছাড়া অফলাইন মাধ্যমে ফর্ম ফিলাপ করেও পাওয়া যাবে উজ্জ্বলা যোজনা সুবিধা।
উজ্জ্বলা যোজনার মেয়াদ কতদিন?
পূর্বে ২০২৪ সালের মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত উজ্জ্বলা যোজনার মেয়াদ স্থির করা হলেও পরবর্তীকালে তার বৃদ্ধি ঘটেছে। বর্তমানে ২০২৫ সালের মে মাসের ৩১ তারিখ পর্যন্ত উজ্জ্বলা যোজনার মেয়াদ স্থির করা হয়েছে।