Aikyashree Scholarship: মাধ্যমিক/HS পাশ করলেই ১৬ হাজার টাকা পাবেন! এইভাবে আবেদন করতে হবে।

Aikyashree Scholarship: মাত্র কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল। এরমধ্যেই ছাত্রছাত্রীরা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবেন তা নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন।

কিন্তু এমন সময় উচ্চশিক্ষার খরচের জন্য অনেকেই নিজের সন্তানদের তাদের ভবিষ্যতের জন্য এগিয়ে দিতে পারেন না। এখন থেকে আর এমনটা করতে হবে না। রাজ্যজুড়ে দরিদ্র ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষার জন্য শুধুমাত্র ৫০ শতাংশ নম্বরেই ঐক্যশ্রী স্কলারশিপের মাধ্যমে পেয়ে যেতে পারেন ১৬ হাজার টাকা পর্যন্ত।

কী এই ঐক্যশ্রী মেধাবৃত্তি? কত টাকা পাবেন? কারা কারা আবেদন করতে পারবেন? কীভাবে আবেদন করবেন? এই সমস্ত কিছু সম্পূর্ন আলোচনা করা হলো আজকের প্রতিবেদনটিতে।

ঐক্যশ্রী স্কলারশিপ কী?

রাজ্যের অভাবী ছাত্রছাত্রীদের যাতে উচ্চশিক্ষায় কোনরকম অসুবিধা না হয় তার জন্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন বিভিন্ন ধরনের স্কলারশিপের প্রকল্প। এর মধ্যে অন্যতম হলো ঐক্যশ্রী স্কলারশিপ। ছাত্র ছাত্রীরা তাদের সপ্তম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক ও তার পরবর্তী পড়াশোনার পেয়ে থাকে এই ঐক্যশ্রী স্কলারশিপ।

ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের মাধ্যমে কত টাকা পাবেন?

সপ্তম শ্রেণী থেকেই ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারেন এই মেধাবৃত্তির জন্য। মাধ্যমিকের পরে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রী এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৭০০০ টাকা থেকে শুরু করে ১৬ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। তবে ছাত্র-ছাত্রীদের অনুরোধ করা হচ্ছে আবেদনের পূর্বে সম্পূর্ণ প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়ার জন্য।

কীভাবে আবেদন করবেন?

ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। ঐক্যশ্রীর অফিশিয়াল পোর্টাল WBMDFC এ গিয়ে করতে হবে রেজিস্ট্রেশন। এরপর আবেদনকারীকে নিজের জেলা সিলেক্ট করে নিতে হবে।

তারপর ছাত্র-ছাত্রীদের সামনে প্রকাশিত হবে একটি ফর্ম। যেখানে তাদের নিজের নাম, ঠিকানা, অভিভাবকের নাম, জন্মতারিখ, ইমেল আইডি, মোবাইল নাম্বার, আধার নম্বর, ব্যাংক একাউন্ট নম্বর ইত্যাদি যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর Submit & Proceed অপশনে ক্লিক করলেই সম্পূর্ণ হবে আবেদন পদ্ধতি।

ঐক্যশ্রী স্কলারশিপ এ আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের যোগ্যতা কী থাকতে হবে?

প্রথমত, ছাত্র-ছাত্রীদের হতে হবে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা। দ্বিতীয়ত,যেসব ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে পড়াশোনা করতে চান বা করছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

তৃতীয়ত, ঐক্যশ্রী স্কলারশিপটি শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্যই শুরু করা হয়েছে। অর্থাৎ পড়ুয়া যদি সংখ্যালঘু সম্প্রদায়ের আওতায় না পড়েন তাহলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। চতুর্থত, ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

Leave a Comment