Anganwadi: কিছুদিন আগেই বিধানসভায় পশ্চিমবঙ্গের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ICDS অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের কথা ঘোষণা করেন। মোট ৩২,৬৫৯টি শূন্যপদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে বলে জানানো হয়। এই ঘোষনা অনুসারে বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে ব্লকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি আনন্দের খবর। কতগুলি শূন্যপদ রয়েছে? কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন? প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা কত থাকতে হবে? নিয়োগ পদ্ধতি কেমন থাকছে? কোন কোন জেলায় বর্তমানে আবেদন চলছে? এই সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।
পদের নাম- অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটি পদে চাকরিপ্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।
শূন্যপদ– অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য ১২০২৮টি এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য ২০৬৩১ গুলি শূন্য পদ রয়েছে। অর্থাৎ সবমিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা ৩২,৬৫৯ টি।
শিক্ষাগত যোগ্যতা– উভয় পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা– চাকরিপ্রার্থীরা আবেদন করার জন্য বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে। এই বয়সের মধ্যে রাজ্যের বাসিন্দা যে কোন মহিলা আবেদন করতে পারবেন।
কোন কোন জেলায় বর্তমানে আবেদন চলছে?
১) কোচবিহার– সম্পূর্ণ অনলাইন মাধ্যমে চাকরিপ্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিজের আবেদন পূরণ করতে পারবেন।
২) বাঁকুড়া– আগস্ট মাসের ১৬ তারিখ পর্যন্ত বাঁকুড়া জেলার অঙ্গনওয়াড়ির বিভিন্ন পদে কর্মী নিয়োগের আবেদন গ্রহণ করা হবে। তাই অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলুন।
৩) দক্ষিণ দিনাজপুর– এক্ষেত্রেও চাকরিপ্রার্থীদের অনলাইন মাধ্যমে ২৫/০৮/২০২৪ এর আগে আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে।
৪) উত্তর ২৪ পরগনা– মোট ৪০২টি শূন্য পদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা ২৫/০৮/২০২৪ এর মধ্যে অনলাইন মাধ্যমে আবেদন করে নেবেন।
নিয়োগ পদ্ধতি– অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে কর্মী বাছাইকরণ এর জন্য প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপর মৌখিক পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে।