RRC Northern Railway Group D Recruitment: রেলওয়েতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। রেল চাকরি করতে আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করুন। আবেদন করতে আগ্রহী চাকরি প্রার্থীরা অবশ্যই উত্তর রেলওয়ের ওয়েবসাইটে নোটিফিকেশনটি চেক করে নেবেন।
উত্তর রেলওয়ের নিয়োগ শাখা, রেল ডিপার্টমেন্ট কিভাবে নিয়োগ করবে? কতগুলি পোষ্টে নিয়োগ হবে? বেতন কত পাবেন নিয়োগে পর, অনলাইনে আবেদনের সমস্ত রকম বিষয় আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।
নিয়োগকারী সংস্থা: Railway Recruitment Cell, Northern Railway.
পদের নাম
- Group ‘C’ (Level 2)
- Group ‘D’ (Level 1)
আরও পড়ুন: মুর্শিদাবাদ সাব-ডিভিশনাল অফিসে অতিথি শিক্ষক নিয়োগ! শুধুমাত্র ওয়াক-ইন-ইন্টারভিউ হবে।
শূন্যপদ কেমন আছে?
- Group ‘C’ (Level 2) : শূন্যপদের সংখ্যা ৫টি।
- Group ‘D’ (Level 1) : শূন্যপদের সংখ্যা ১৮টি।
শিক্ষাগত যোগ্যতা
- Group ‘C’ (Level 2) : উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে আইটিআই।
- Group ‘D’ (Level 1) : মাধ্যমিক পাশ সঙ্গে আইটিআই।
বেতন পরিকাঠামো

আবেদন ফি
Category | Fee |
সকল চাকরি প্রার্থীদের জন্য | 500/- ফি প্রদান। |
SC/ST/OBC/Women প্রার্থীদের জন্য | 250/- |
আবেদন পদ্ধতি

Selection Method
- লিখিত পরীক্ষা।
- ইন্টারভিউ।
গুরুত্বপূর্ণ তারিখ
Application Start Date | 22/05/2025 |
Last Date | 22/06/2025 |
Expected Date Online Examination | 22/07/2025 |
প্রয়োজনীয় লিঙ্কসমূহ
অফিসিয়াল নোটিফিকেশন: ডাউনলোড করুন।
অনলাইনে আবেদন: এখানে ক্লিক করুন।
অফিসিয়াল ওয়েবসাইট: ভিজিট করুন।