NTPC Recruitment: ভারতীয় রেলে দশ হাজার কর্মী নিয়োগ! 12th পাশে শুন্যপদের লিস্ট দেখে নিন।

NTPC Recruitment: ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে বিরাট শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। রেলওয়ে NTPC ২০২৪ এর জন্য যে সমস্ত চাকরিপ্রার্থীরা প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য এটি দুর্দান্ত সুখবর।

আজকের প্রতিবেদনের মাধ্যমে শূন্য পদের সংখ্যা, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, পদের নাম ইত্যাদি সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে। তাই এই আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

শুন্যপদের বিবরন

রেলওয়ের পক্ষ থেকে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছে। এই বিষয়ে শূন্য পদের সংখ্যা বিস্তারিতভাবে জানানো হয়েছে ইতিমধ্যেই।

আন্ডার গ্রাজুয়েট বা উচ্চমাধ্যমিক যোগ্যতার পদগুলিতে মোট শূন্য পদ রয়েছে ৭,৪৭৮ টি এবং গ্রাজুয়েট যোগ্যতার পদের জন্য শূন্যপদ রয়েছে ৩,৪০৪ টি। অর্থাৎ, এক্ষেত্রে চাকরি প্রার্থীরা মোট ১০,৮৮৪ টি শূন্যপদ রয়েছে।

NTPC Graduate Label PostsNTPS Under-Graduate Label Posts
Goods Train Manager: 2684.Junior Clerk cum Typist- 990.
Chief Commercial cum Ticket Supervisor- 1737.Account Clerk cum Typist- 361 people.
Senior Clerk cum Typist- 725.Train Clerk- 68 people.
Junior Account Assistant cum Typist- 1371.Commercial cum Ticket Clerk- 1985.
Station Master – 963 people.

জোন অনুযায়ী শুন্যপদের বিবরন

RRB NTPC 2024 Notification

পদের নাম

গ্রাজুয়েট লেভেল পদগুলির মধ্যে রয়েছে-

১) গুডস ট্রেন ম্যানেজার।
২) চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার।
৩) জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট।
৪) সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এবং
৫) স্টেশন মাস্টার।

আন্ডারগ্রাজুয়েট লেভেল পদগুলির মধ্যে থাকছে-

১) ট্রেন ক্লার্ক।
২) কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক।
৩) জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট।
৪) একাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট।

প্রয়োজনীয় যোগ্যতা

১) গ্রাজুয়েট লেভেল পদগুলিতে আবেদন করার জন্য প্রতিটি চাকরিপ্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করে থাকতে হবে।

২) অপরদিকে, আন্ডারগ্রাজুয়েট লেভেল পদগুলিতে আবেদন করার জন্য নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস করা আবশ্যক।

৩) চাকরিপ্রার্থীদের ভারত, নেপাল অথবা ভুটানের বাসিন্দা হতে হবে। অন্য কোন দেশের বাসিন্দা হয়ে থাকলে এই পদগুলিতে আবেদন করতে পারবেন না।

৪) চাকরিপ্রার্থীরা সর্বনিম্ন ১৮ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৩৩ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

৫) সরকারি নিয়ম অনুসারে SC এবং ST চাকরিপ্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় ০৫ বছরের এবং OBC প্রার্থীরা ০৩ বছরের ছাড় পেয়ে যাবেন।

নিয়োগ প্রক্রিয়া

প্রতিটি চাকরিপ্রার্থীকে মোট ৫টি ধাপের মাধ্যমে বাছাই করা হবে। প্রথমে

  • ফার্স্ট কম্পিউটার বেসড টেস্ট (CBT 1) এবং
  • সেকেন্ড কম্পিউটার বেসড টেস্ট (CBT 2)।
  • টাইপিং টেস্ট (Typing Test) ও অ্যাপটিটিউড টেস্ট (Aptitude Test)।
  • ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification) এবং
  • মেডিকেল পরীক্ষার (Medical Examination)।

আবেদন পদ্ধতি

প্রতিটি চাকরিপ্রার্থীকে সম্পূর্ণ অনলাইন (Online) মাধ্যমে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি অতি শীঘ্রই প্রকাশিত হতে চলেছে।

আশা করা যাচ্ছে, আগস্ট মাস থেকেই এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আবেদন শুরু হবে। তাই চাকরিপ্রার্থীরা নিয়মিতভাবে চোখ রাখুন আমাদের ওয়েব পেজে।

Leave a Comment