Private Job Recruitment 2025: মাধ্যমিক যোগ্যতায় প্রাইভেট কাজে নিয়োগ! বয়স ১৮ থেকে ৩৫ বছর।

Private Job Recruitment 2025: বন্ধুরা আজকে এমন একটা কাজের সন্ধান দেব যেটা একটা প্রাইভেট জবের। এই কাজ তোমরা বন্ধুরা করতে পারবে। যারা সরকারি চাকরি পাচ্ছ না। অনেক চেষ্টা করে সরকারি কাজের আশা ছেড়ে দিয়েছ। তাদের আজ সন্ধান দেব প্রাইভেট কোম্পানীতে একটা চাকরির।

বন্ধুরা এই প্রাইভেট চাকরিতে জয়েন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে, কত বেতন পাবে তোমার, সেই চাকরিতে তোমাদের কি থাকার ব্যবস্থা থাকবে এরকম অনেক কিছু প্রশ্ন তোমাদের মাথায় ঘোরাফেরা করবে।

তাই আজকের প্রতিবেদনে তোমাদের সেই সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র প্রতিবেদনটি মন দিয়ে পড়।

এই কাজে বয়স কত লাগবে?

তোমরা যারা প্রাইভেট চাকরি করতে চাইছো বা যে কোন একটা প্রাইভেট চাকরি করে নিজেদের অন্ন সংস্থান এবং পরিবার সামলাতে চাইছো তাদের বলি এই যে জবটা আমি বলব সেটার বয়স হতে হবে মিনিমাম ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩৫ হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা এই প্রাইভেট জবে।

এই কাজে সর্বনিম্ন যোগ্যতা মাধ্যমিক পাশ লাগবে। এবার কেউ যদি আরও কম পাশ বা এইট পাশ করে থাক কিন্তু নিজে বায়ো-ডাটা করার সময় সেটা মাধ্যমিক পাশ লিখবে। কিন্তু অবশ্যই ইংরেজী পড়তে জানতে হবে।

ডকুমেন্টস (Private Job Recruitment 2025)

১। নিজের বায়োডাটা।

২। আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স কপি।

৩। ব্যাঙ্কের পাস বুক।

৪। লাস্ট শিক্ষাগত যোগ্যতার জেরক্স কপি।

৫। পাসপোর্ট সাইজের কালার ছবি (৩ কপি)।

কাজের বিবরণ

এই জবে শুধুমাত্র প্যাকিং, পিকিং, স্ক্যানিং, লেভেলিং এই সমস্ত কাজ এখানে হবে।

কাজের সময়

এখানে ডিউটি থাকত পারে ১০ ঘন্টা। কাজের মধ্যে ব্রেক থাকবে ১ ঘন্টার মতো। তবে টিফিন খাওয়ার সময়ও থাকবে ৩০ মিনিটের মতো। মোটামুটি কাজের সময় ৯ ঘন্টা হতে পারে।

কোন সময় কাজ হবে?

ডে এবং নাইট শিফটে কাজ হবে। এক সপ্তাহ দিনে কাজ হবে এবং এক সপ্তাহ রাত্রিতে কাজ হবে। মাসে তোমাদের ডিউটি সময় হবে মোটামুটি ২২ দিন। সপ্তাহে দুটো ছুটি থাকবে তোমাদের। শনিবার ও রবিবার দু দিন ছুটি থাকবে।

দিনে ইনকাম কত করতে পারবে?

দিনে ওভার ডিউটি করলে একদিনে প্রায় ৯৫০ টাকা ইনকাম করতে পারবে তোমরা। গ্রোস স্যালারি থাকবে তোমাদের ১৩,৫০০ টাকা থেকে ১৪,০০০ টাকার মধ্যে। ওভার টাইমও আছে তোমাদের কাজে। এছাড়াও অ্যাটেণ্ডেন্টস বোনায়, নাইট অ্যালাউন্স এসবও থাকছে। ছুটির দিনে ওভার ডিউটি করতে পার তাহলে টাকা আরও পাবে।

পেমেন্ট (Private Job Recruitment 2025)

পেমেন্ট তোমাদের মোটামুটি ১ তারিখ থেকে ৫ তারিখের ভেতর হয়ে যাবে। সরাসরি তোমাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সপার হয়ে যাবে। আবার মধ্যেখানে তুমি কাজ করার পর তোমার কোনো কারণে অ্যাডভান্স লাগলে সেটাও পেয়ে যাবে।

Read More: মুর্শিদাবাদ সাব-ডিভিশনাল অফিসে অতিথি শিক্ষক নিয়োগ! শুধুমাত্র ওয়াক-ইন-ইন্টারভিউ হবে।

থাকা ও খাওয়ার কি ফেসিলিটি আছে?

এখানে থাকার জন্য কোম্পানী তোমাদের রুম দেবে সম্পূর্ণ ফ্রীতে। ভালো ঘর পাবে থাকার জন্য। কিন্তু খাওয়ার টাকা কোম্পানী বহন করবে না। খাওয়ার খরচা তোমার নিজের। সেখানে তুমি নিজে রান্না করেও খেতে পার অথবা বাইরে থেকেও খেতে পার। তবে কিছুদিন কাজ করার পর কোম্পানী তোমাকে রান্নার জিনিসপত্র দিয়ে দেবে। তুমি সেখানে রান্না করেও খেতে পার।

কাজের লোকেশনটি কোথায় আছে জেনে নাও।

হাওড়া জেলার অন্তর্গত ঝুলাগড়ে। ঝুলাগড় টোল প্লাজার কাছে তোমাদের আসতে হবে। এবং সময়টা হল ১০টা থেকে ১১টার মধ্যে। কারও আসতে আধ ঘন্টা লেট হলে সেক্ষেত্রে ফোন করে দিতে হবে কোম্পানীর নম্বরে। ঝুলাগড় টোল প্লাজার কাছে এসে ফোন করলে তারা সঙ্গে করে নিয়ে যাবে এবং ওইখানেই স্পট জয়েনিং (Private Job Recruitment 2025) করানো হবে।

ইন্টারভিউ দিতে কি পোশাক লাগবে?

সাধারণত ফর্মাল ড্রেসে এবং পায়ে একটা বুট পড়ে আসবেন।

কিভাবে আসবে এই লোকেশনে?

বালি স্টেশন, শিয়ালদহ, ধর্মতলা, হাওড়া স্টেশন সব জায়গা থেকে বাস পেয়ে যাবে ঝুলাগড় টোল প্লাজায় আসার জন্য। যারা কাজ করতে আসবে তারা অবশ্যই বেডিং নিয়ে আসবে।

কাজের জায়গা

এটা কাজটা সম্পূর্ণ অ্যামাজন ওয়ারহাউসের কাজ (Private Job Recruitment 2025)। প্যাকিং, পিকিং ইত্যাদি।

কাজের Joining Date: 14/05/2025 ১০ টা থেকে ১১টা।

যোগাযোগ নম্বর – 8536838518/8900262606

Leave a Comment