Investment Scheme: পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম! আবেদন করলেই পাবেন ১৩ লক্ষ ৪০ হাজার টাকা।

Investment Scheme: কম বিনিয়োগে অধিক রিটার্ন পাওয়ার মামলায় এখন আর পিছিয়ে নেই ভারতের পোস্ট অফিস গুলি (Post Office) । পোস্ট অফিসের পক্ষ থেকে বিভিন্ন নতুন নতুন স্কিমের মাধ্যমে খুব সহজেই কম টাকা বিনিয়োগ করে তিনগুণ বা চার গুণ রিটার্ন (Return) পাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে আজকে আমরা পোস্ট অফিসের যে স্কিমটি সম্পর্কে আপনাদের জানাতে চলেছি, তার মাধ্যমে মাত্র ১,১২৬ টাকা করে জমা করেই রিটার্ন হিসেবে কয়েক লক্ষ টাকা পর্যন্ত পেতে পারবেন।

আজকের আধুনিক যুগে প্রচুর মানুষ কম বিনিয়োগে অধিক টাকা রোজগার করার উপায় হিসাবে মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটের সাহায্য নিয়ে থাকেন। এক্ষেত্রে অবশ্যই কষ্ট করে রোজগারের সমস্ত টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিপুল পরিমাণে। তবুও অধিক টাকা রোজগারের আশায় মানুষ ঝুঁকিপূর্ণ ভাবে প্রতি মুহূর্তে এই ভাবেই টাকা বিনিয়োগ করে চলেছেন।

তবে এবার থেকে আর এমনটা করতে হবে না। কারণ ভারত সরকারের বিশ্বস্ত পোস্ট অফিস গ্রাম সন্তোষ (Gram Santosh Scheme) ইনস্যুরেন্স স্কিমটির (Insurance Scheme) মাধ্যমে প্রতি মাসে মাত্র ১১২৬ টাকা বিনিয়োগ করে রিটার্ন হিসাবে ১৩ লক্ষ ৪০ হাজার টাকা পাওয়া সম্ভব। কীভাবে এই স্কিমের টাকা বিনিয়োগ করবেন? কত দিনের জন্য বিনিয়োগ করতে হবে? কোন পদ্ধতিতে টাকা তোলা যাবে? কীভাবে ১৩ লক্ষ ৪০ হাজার টাকা পাবেন? ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর নিচে দেওয়া হল।

পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম কী?

এটি মূলত ভারতীয় পোস্ট অফিসের পক্ষ থেকে চালু করা একটি ইন্সুরেন্স স্কিম (Insurance Scheme) বা এক কথায় জীবন বীমা। এই স্কিমের মাধ্যমে টাকা বিনিয়োগ করার জন্য বেশ কিছু শর্ত মেনে চলতে হবে বিনিয়োগকারীদের।

পোস্ট অফিস গ্রাম সন্তোষ জীবন বীমায় বিনিয়োগ করার শর্ত :

১) বিনিয়োগকারির বয়স অবশ্যই ১৯ বছর থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।

২) এই স্কিমে বিনিয়োগকারীর মৃত্যু হলে নমিনি কে রিটার্নের টাকা দেওয়া হবে। কোন নমিলি না থাকলে সে ক্ষেত্রে বিনিয়োগকারীর বংশের পরবর্তী উত্তরসূরীকে সমস্ত রিটার্নের টাকা দেওয়া হবে।

৩) সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন হিসাবে পাওয়া যাবে এই স্কিমের মাধ্যমে।

৪) এর পাশাপাশি বিনিয়োগ শুরু করার তিন বছর পর থেকে এই জীবন বীমার বিনিময়ে পোস্ট অফিসের লোন পাওয়া সম্ভব।

৫) তিন বছরের পর থেকে প্রয়োজনে এই স্কিমে আত্মসমর্পণ করা যাবে সে ক্ষেত্রে বিনিয়োগকারীর জমা করা সমস্ত টাকা ফেরত দেওয়া হবে। তবে অতিরিক্ত বোনাসের টাকা পাওয়ার জন্য এই স্কিমের অধীনে মোট পাঁচ বছরের বিনিয়োগ সম্পূর্ণ করতে হবে।

এই স্কিম সম্পর্কে আরও অন্যান্য তথ্য জানতে অবশ্যই ভারতীয় পোস্ট অফিসের (Indian Post Office) অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ বিবরণ জেনে নিতে পারেন।

কীভাবে ১৩ লক্ষ ৪০ হাজার টাকা পাবেন?

কোন ব্যক্তি ২৫ বছর বয়স থেকে যদি এই স্কিমে টাকা জমাতে কিছুক্ষণ তাহলে মোট ১৩ লক্ষ ৪০ হাজার টাকা পাওয়ার জন্য তাকে মোট ষাট বছর পর্যন্ত এই স্কিম চালু রাখতে হবে। ২৫ বছর থেকে ৬০ বছর অর্থাৎ মোট 35 বছর সময়ের মধ্যে মাসিক প্রিমিয়াম হিসাবে GST সহ ১১২৬ টাকা করে জমা করতে হবে।

যার ফলে মোট জমা করা টাকার পরিমাণ হবে ৫ লক্ষ টাকা। পরিবর্তে পোস্ট অফিসের পক্ষ থেকে ওই বিনিয়োগকারী বোনাস হিসাবে ৮ লক্ষ ৪০ হাজার টাকা পেয়ে যাবেন। অর্থাৎ ৬০ বছর পর ম্যাচুরিটি হলে সব মিলিয়ে মোট ১৩ লক্ষ ৪০ হাজার টাকা মিলবে বিনিয়োগকারীর ব্যাংক অ্যাকাউন্টে।

Leave a Comment