New Business Loan: পোলট্রি বা দেশী মুরগির ব্যবসাতে ৫০% ভর্তুকি সহ লোন দিচ্ছে সরকার! এই স্কিমে আবেদন করুন।

New Business Loan: এই ব্যবসা নতুন করে শুরু করলেই সরকারের পক্ষ থেকে মিলবে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ভর্তুকি। নিশ্চয়ই এমন কথা শুনে অবাক হয়ে যাচ্ছেন? এটা আবার কোন ব্যবসা! এইসব জানতে এখনই শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়ে ফেলুন।

বর্তমানে কেন্দ্রীয় সরকারের (Central Government) পক্ষ থেকে কৃষকদের (Farmers) পাশে দাঁড়ানোর অনেকগুলি প্রকল্প চালু করা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো এই প্রকল্পটি (Scheme)। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের কৃষকদের জমি চাষের পাশাপাশি পোল্ট্রি ফার্ম খোলার দিকে অনুপ্রাণিত করা হচ্ছে।

এই প্রকল্পের নাম ন্যাশনাল লাইভস্টক মিশন (National Livestock Mission)। এই মিশনের মাধ্যমে দেশের কৃষকেরা তাদের জমিতে দেশি মুরগির চাষ বা পালন করে সরকারের পক্ষ থেকে ভালো মানের আর্থিক সহায়তা পেয়ে যাবেন। এই প্রকল্পের উদ্দেশ্য, আবেদন প্রক্রিয়া, বিভিন্ন শর্তাবলী আলোচনা করা হল আজকের প্রতিবেদনটিতে।

প্রকল্পের উদ্দেশ্য

ন্যাশনাল লাইভস্টক মিশনের মাধ্যমে সারা দেশে হাঁস, মুরগির প্রতিপালনের বৃদ্ধি ঘটাতে চাইছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও বিভিন্ন সময়ে দেখা গিয়েছে যে ভালো আয় না হওয়ায় চড়া সুদে ঋণ নিয়ে সেই লোন চোকাতে সক্ষম না হয়ে কৃষকেরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মূলত এইরকম ঘটনা ভবিষ্যতে যাতে আর না হয় সেই দিকে খেয়াল রাখতেই এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বাড়তি রোজগারের (Extra Income) দিকে অনুপ্রেরণা যোগাচ্ছে কেন্দ্রীয় সরকার।

এই ব্যবসা শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারের (Central Government) পক্ষ থেকে মোট খরচের পঞ্চাশ শতাংশ ভর্তুকি হিসাবে প্রদান করা হবে দেশের কৃষকদের। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য পঞ্চাশ লক্ষ টাকার ঘোষণা করা হয়েছে।

প্রয়োজনীয় শর্তাবলী

যে কেউ চাইলেই এই প্রকল্পের সুবিধা পাবেন না। তার জন্য মানতে হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা বেশ কিছু শর্তাবলী :

১) ইচ্ছুক কৃষকদের এক একরের বেশি জমি থাকতে হবে।

২) পোল্ট্রি চাষের জন্য রেজিস্টার্ড প্রশিক্ষণ কেন্দ্র থেকে সঠিক প্রশিক্ষণ (Training) নিতে হবে কৃষকদের।

৩) কৃষকের পোলট্রি চাষের জন্য নির্ধারিত জমিটিকে যে কোন প্রকারের পূর্ব ঋণ মুক্ত হতে হবে।

৪) কোন কৃষক যদি কিষান ক্রেডিট কার্ডের সুবিধা নিয়ে থাকেন তাহলে তারা এই প্রকল্পের জন্য যোগ্য বিবেচিত হবেন না।

৫) নিজের জমি না থাকলে দশ বছরের চুক্তিতে ভাড়া নেওয়া জমিতেও এই ব্যবসা শুরু করা যেতে পারে।

৬) পঞ্চাশটি জাতের দেশী মোরগ এবং এক হাজার জাতের দেশি মুরগির ব্যবসা করা যেতে পারে।

আবেদন পদ্ধতি

কেন্দ্রীয় সরকারের কৃষক বিভাগের অন্তর্গত উদ্যম মিত্র (Udyamimitra) ওয়েবসাইটে অনলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে ইচ্ছুক কৃষকদের। এক্ষেত্রে কৃষকদের অনলাইন মাধ্যমে ৫০ লক্ষ টাকার একটি রিপোর্ট জমা করতে হবে।

এই আবেদনপত্র যাচাইকরণের পর প্রয়োজনীয় ব্যাংকে পাঠানো হবে। আবেদনপত্র অনুযায়ী ব্যাংকের পক্ষ থেকে ঋণের পরিমাণ নির্ধারিত করে কৃষকদের হাতে ঋণের অংক তুলে দেওয়া হবে।

Leave a Comment