Lpg Gas Subsidy: কেন্দ্র সরকারের নতুন নিয়ম অনুযায়ী LPG গ্যাসের সাথে KYC করতে হবে। বাড়িতে বসেই আপনি LPG গ্যাসের সাথে KYC করতে পারবেন বাড়িতে বসেই, আপনার ফোন থেকে, যদি আপনার আধার কার্ডের সাথে যদি ফোন নম্বর লিঙ্ক থাকে। চলুন Step By Step দেখে নিই – সম্পূর্ণ প্রসেস।
অনলাইনে গ্যাসের সাবসিডি কিভাবে চেক করবেন?
১) প্রথমে, আপনাকে আসতে হবে mylpg.in/ – ওয়েবসাইটে।
২) এরপরে, Indane GAS, HP GAS, Bharat GAS আপনার বাড়িতে এর মধ্যে যেই ধরনের গ্যাস সিলিন্ডার আছে, তার উপরে আপনাকে ক্লিক করতে হবে (যেমন আমার বাড়িতে HP GAS আছে, তাই আমি HP GAS – এর উপরে ক্লিক করব)।
৩) যেহেতু, আমরা HP GAS এর উপরে ক্লিক করেছি, তাই myhpgas.in/ – এই ওয়েবসাইট ওপেন হবে।
৪) এখানে যদি আপনার একাউন্ট বানানো থাকে, তাহলে Sign In অপশনে ক্লিক করে, Email ID/Mobile Number ও Password দিয়ে Login করবেন। যদি একাউন্ট বানানো না থাকে, তাহলে কিভাবে একাউন্ট বানাবেন তার ভিডিও নীচে দেওয়া আছে।
৫) Login করার পরে, আপনার সাথে Dashboard ওপেন হবে, এখানে বা দিকে View Cylinder Booking history / Subsidy transferred – অপশনের উপর ক্লিক করতে হবে।
৬) এখানে, আপনি GAS Subsidy ডিটেইলস দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পারবেন, কবে গ্যাস বুক করেছেন, কবে গ্যাস ডেলিভারি হয়েছে? গ্যাসের দাম কত ছিল? সাবসিডি কত টাকা ঢুকেছে? কোন ব্যাঙ্কে একাউন্টে ঢুকেছে? সমস্ত কিছু।
কিভাবে গ্যাস ওয়েবসাইটে একাউন্ট খুলবে?
১) প্রথমে, mylpg.in/ – ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। এরপরে, আপনার বাড়িতে যেই গ্যাস সিলিন্ডার আসে, তার উপরে ক্লিক করবেন। এখানে একাউন্ট বানানোর জন্য আপনাকে New User – অপশনের উপর ক্লিক করতে হবে।
আপনার 17 Digit LPG ID দিয়ে একাউন্ট বানাতে পারেন। অথবা, State, District, Distributor, Consumer Number, Registered Mobile Number, Captcha বসিয়ে Proceed অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনার ফোন নম্বরে OTP আসবে, সেটি বসাবেন।
পরবর্তী, স্টেপে Email ID এবং Password দেবেন, আপনার ইমেলে ভেরিফিকেশন লিঙ্ক যাবে, এই লিঙ্কে ক্লিক করে, ইমেল ভেরিফিকেশন করে নেবেন। আপনার একাউন্ট তৈরী হয়ে গেছে, এখানে Email ID/Mobile Number এবং Password দিয়ে Login করতে পারবেন।
এইভাবে আপনি Indane GAS, HP GAS, Bharat GAS যেকোন গ্যাস ওয়েবসাইটে একাউন্ট বানাতে পারেন। একাউন্ট বানানো হয়ে গেলে, আপনি গ্যাসের সাবসিডি চেক করতে পারবেন। এবং গ্যাসের সাথে আধার লিঙ্ক করতে পারবেন।