Loan For Women: মহিলারা নিজের ব্যবসা করতে লোন দিচ্ছে রাজ্য! কম সুদে পাবেন ৬ লক্ষ টাকা পর্যন্ত।

Loan For Women: মহিলাদের নিজের ব্যবসা করতে লোন দিচ্ছে রাজ্য! কম সুদে পাবেন ৬ লক্ষ টাকা পর্যন্ত।রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত সুখবর। এবার থেকে আর বাড়িতে থেকে গৃহকর্ম পড়ার পাশাপাশি শুরু করে ফেলতে পারবেন নিজের ব্যবসা (Buisness)।

এর জন্য লোনের (Loan) ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার (State Government)। ফলে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে নিজের শখের ব্যবসাটি শুরু করে দিতেই পারেন।

দিনে দিনে বাজারের প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থায় সংসারের পুরুষ সদস্যটির পাশে কাঁধে কাঁধ মিলিয়ে রোজগার (Earnings) না করলে একটি সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে উঠছে। তাই ঘরে ঘরে মহিলারা এগিয়ে আসছেন পুরুষদের সম যোদ্ধা হিসাবে।

এর কারণেই বৃদ্ধি পাচ্ছে মহিলা দ্বারা পরিচালিত ব্যবসার হার। এই বিষয়ে সরকার অনুপ্রেরণা জাগাচ্ছেন প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের মহিলাদেরও।

নারী শিক্ষার অগ্রগতি এবং মহিলাদের পছন্দের ব্যবসার উন্নতির পিছনে বিরাট অবদান রাখতে চলেছে রাজ্য সরকার। এই বিষয়ে ইতিমধ্যেই সরকারি সেলফ হেল্প গ্রুপের (Self Help Group) মাধ্যমে মহিলাদের সার্বিক উন্নতির দিকে খেয়াল রাখা হচ্ছে। প্রতিটি গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে সেলফ হেল্প গ্রুপের বিভিন্ন শাখা।

এক্ষেত্রে আপনি চার দেয়ালের মধ্যে থেকেও বিভিন্ন কুটির শিল্পে বিনিয়োগ (Investment) করে নিজের ব্যবসা শুরু করতে পারেন। এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণের (Training) দায়িত্বভার তুলে নিচ্ছে সরকার নিজের কাঁধে। মহিলাদের বিভিন্ন হাতের কাজ যেমন, মাদুর তৈরি, ঘরের সাজানোর আসবাবপত্র তৈরি, টেলারিং এর কাজ, পশুপালন ইত্যাদি বিভিন্ন বিষয়ে দক্ষতা প্রদান করে স্বনির্ভর করার প্রচেষ্টায় রয়েছে রাজ্য সরকার।

যে সমস্ত মহিলারা নিজেদের ইচ্ছায় বিভিন্ন ব্যবসা শুরু করতে ইচ্ছুক রয়েছেন তাদেরকে অত্যন্ত কম সুদে লোন (Low Interest Loan) দেওয়ার সুবিধা প্রদান করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্যের প্রতিটি ব্লকে মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগে তৈরি হচ্ছে সেলফ হেল্প গ্রুপের শাখা। এই এক একটি শাখার মাধ্যমে মহিলারা নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং ব্যবসায়িক বুদ্ধির প্রচার ঘটাতে সক্ষম হবেন।

এক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে মাথা পিছু ৫৯৩/- টাকা জমা করতে হয় সরকারের কাছে। এর পরিবর্তে সরকারের পক্ষ থেকে প্রথম বছরে ১ লক্ষ টাকা, দ্বিতীয় বছরে ২ লক্ষ টাকা এবং তৃতীয় বছরের শেষে ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত কম সুদে লোন প্রদান করা হয়ে থাকে।

তাই আপনারা যদি এখনও পর্যন্ত এই বিষয়ে অবগত না হয়ে থাকেন তাহলে যত শীঘ্র সম্ভব নিজের ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হয়ে সরকারের এই সুযোগকে কাজে লাগাতে পারেন।

Leave a Comment