Jio Recruitment: জিও কোম্পানিতে ১০ লক্ষ শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগ! মাধ্যমিক/12th পাশে আবেদন।

Jio Recruitment: দেশের অন্যতম বৃহত্তম ই-কমার্স কোম্পানির পক্ষ থেকে চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর ঘোষণা করা হলো। যে সমস্ত চাকরিপ্রার্থীরা বর্তমানে একটি সরকারি অথবা বেসরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কাছে এটি এক অনবদ্য সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি ভারতের সবথেকে বড় ব্যবসায়ীর কোম্পানিতে সসম্মানে কাজ করতে পারবেন।

আসলে এখানে আমরা যে কোম্পানির কথা বলছি তা হল মুকেশ আম্বানির (Mukesh Ambani) কোম্পানির রিলায়েন্স জিও (Reliance Jio)। এই কোম্পানির পক্ষ থেকে ই-কমার্স সেক্টরে (E-commerce Sector) বিপুল পরিমাণে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাকরিপ্রার্থীদের বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হতে চলেছে। তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা বর্তমানে একটি চাকরির সন্ধান করছেন তাদের জন্য আজকের প্রতিবেদনটি অত্যন্ত প্রয়োজনীয়।

কোন কোন পদে নিয়োগ করা হবে? প্রতিটি পদের কাজ কী থাকবে? কতজন চাকরি প্রার্থীকে নিয়োগ করা হতে চলেছে? নিয়োগের পদ্ধতি কেমন থাকবে? আবেদন কীভাবে করতে হবে? ইত্যাদি খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে।

শূন্যপদ

সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে মোট ১০ লক্ষ শূন্যপদে স্থায়ীভাবে কর্মী নিয়োগ হতে চলেছে এছাড়াও ২.৫ লক্ষ শূন্য পদে চুক্তি ভিত্তিক (Contractual) চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। মূলত, উৎসবের মরশুমে প্রচুর কাজের চাপ বেড়ে যাওয়ার কারণে এই নিয়োগ হতে চলেছে।

শিক্ষাগত যোগ্যতা

এক্ষেত্রে, বিভিন্ন যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম মাধ্যমিক পাশ (10th Pass) থেকে শুরু করে স্নাতক ডিগ্রী (Graduation) পর্যন্ত চাকরি প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

  1. ডেলিভারি পার্টনার (Delivery Partner)।
  2. প্যাকেজিং অ্যান্ড লেবেলিং স্টাফ (Packaging and Labeling Staff)।
  3. কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (Customer Service Executive)।
  4. ওয়ার হাউস ওয়ার্কার (Warhouse Worker)।
  5. অর্ডার সাপ্লায়ার (Order Supplier) ইত্যাদি।

প্রতিটি পদের কাজ কী থাকবে?

আলাদা আলাদা পদ অনুযায়ী আলাদা আলাদা দায়িত্ব পালন করতে হবে চাকরি প্রার্থীদের। এক্ষেত্রে, ডেলিভারি পার্টনাররা (Delivery Partner) মানুষের অর্ডার করা প্রোডাক্ট নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবেন, কাস্টমার সার্ভিস Executive (Customer Service Executive) বিভিন্ন গ্রাহকের সমস্যার সমাধান করবেন, ওয়ার হাউস ওয়ার্কারদের (Warhouse Worker) মূল কাজ থাকবে ওয়ার হাউসের (Warhouse) বিভিন্ন প্রয়োজনীয় কাজ করা ইত্যাদি।

আবেদন পদ্ধতি

সম্পূর্ণ অনলাইন মাধ্যমে সরাসরি রিলায়েন্স জিওর (Reliance Jio) ক্যারিয়ার অ্যাপের (Career App) মাধ্যমে আপনি এই সমস্ত চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন এবং আপনার পছন্দ মত পদে আবেদন করতে পারবেন।

Leave a Comment