SBI Loan: কোনো কাগজ ছাড়াই, এত টাকার লোন দিচ্ছে স্টেট ব্যাঙ্কে! কিভাবে পাবেন দেখে নিন।

SBI Loan: কোন রকম কাগজপত্র ছাড়াই মাত্র ভারতের সবথেকে বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) মাধ্যমে দেওয়া হচ্ছে লোনের সুযোগ। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। এবার থেকে আর লোন (Loan) নেওয়ার জন্য ঝামেলার মুখে পড়তে হবে না অথবা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অনেকগুলি পদ্ধতি মাধ্যমে লোনের জন্য আবেদন করতে হবে না। ঘরে বসেই মাত্র পাঁচটি ক্লিকের মাধ্যমে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট লোন 

সাধারণত আমাদের যখনই কোনরকম ঋণের (Loan) প্রয়োজন হয় তখনই সরকারি ব্যাংক গুলি থেকে সেই ঋণের টাকা নেওয়ার জন্য বিশাল পদ্ধতি অবলম্বন করতে হয়। শুধু তাই নয়, এত পদ্ধতি অবলম্বন করেও অনেক সময়ই লোনের আবেদন খারিজ করে দেওয়া হয়। সেই কারণেই প্রচুর ঋণগ্রহীতা সরকারি ব্যাংকের আশা ছেড়ে দিয়ে অনলাইন মাধ্যমে বিভিন্ন সংস্থার মাধ্যমে লোন নিয়ে থাকেন।

কিন্তু এবার থেকে এই কাজ আর করতে হবে না। এবার ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে লোনের জন্য আবেদন করতে পারবেন সরাসরি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (State Bank Of India) । ভারতের সবথেকে বৃহত্তম এই ব্যাংকের YONO অ্যাপের মাধ্যমে কোন রকম কাগজপত্র ছাড়াই লোনের জন্য আবেদন করা যাবে।

SBI ইনস্ট্যান্ট লোন কী?

এসবিআই (SBI) ইনস্ট্যান্ট লোনের মাধ্যমে ব্যাংকে গিয়ে বিশাল লাইনে না দাঁড়িয়ে অথবা কোনরকম বিশাল আবেদন পদ্ধতি অবলম্বন না করেই লোন (Loan) পাওয়া সম্ভব। এইভাবে আবেদন করলে লোনের জন্য প্রসেসিং ফি যথেষ্ট কম লাগবে। এছাড়াও এর আরো একটি সুবিধা হল, আবেদনকারী সারাদিনে ২৪ ঘন্টার মধ্যে যখন ইচ্ছে লোনের জন্য আবেদন করতে পারবেন।

কীভাবে আবেদন করবেন?

এই ঋণের আবেদন পদ্ধতি গুলি নিচের ধাপে ধাপে দেওয়া হল-

১) প্রথমেই আপনার মোবাইল ফোনে থাকা গুগল প্লে স্টোর থেকে SBI এর YONO অ্যাপটি ইন্সটল করে নিন।

২) এরপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপটিতে লগইন করে নিন।

৩) এরপর আপনার কাছে আসা বিভিন্ন ধরনের বিকল্পের মধ্যে থেকে loan offer নামক বিকল্পটি বেছে নিন।

৪) নিজের প্যান কার্ডের নম্বর এবং জন্মের তারিখ দিয়ে yes অপশনটিতে ক্লিক করে দিন।

৫) এরপর শেষ ধাপে লোনের জন্য আবেদন পত্রটি সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

এইভাবে কত টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে?

উপরে উল্লেখিত এই পদ্ধতি অবলম্বন করে SBI এর পক্ষ থেকে সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া সম্ভব। তবে এক্ষেত্রে লোন পরিশোধ করার জন্য EMI অপশনটি ব্যবহার করতে হবে। সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত EMI অপশন বেছে নেওয়ার সুবিধা পাবেন আবেদনকারী।

Leave a Comment