Govt Loan Scheme: নারী/পুরুষ সবাইকে ৫,০০০/- ও ১০,০০০/- টাকা দিচ্ছে মমতা। রাজ্যে চালু নতুন স্কীম।

Govt Loan Scheme: পশ্চিমবঙ্গ রাজ্যের সার্বিক উন্নয়নের দিকে নজর রেখে আবারও এক নতুন প্রকল্প নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে চলা বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে।

তার মধ্যেই এবারে আবারও এক নতুন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ বাসীকে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে।

Govt Loan Scheme Details

বর্তমানে রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগে একাধিক প্রকল্প চলছে গোটা পশ্চিমবঙ্গে। এর মধ্যে রয়েছে কন্যাশ্রী (Kanyashree), রুপশ্রী (Rupashree), শিক্ষাশ্রী (Shikshashree), সবুজ সাথী (Sabuj Sathi), লক্ষ্মীর ভান্ডার (Laxmir Vandar) ইত্যাদি।

এই সমস্ত প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের স্কুল জীবন থেকে কর্মজীবন পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। রাজ্যের পিছিয়ে পড়া বিভিন্ন শ্রেণীর মহিলারা এই সমস্ত সরকারি সুবিধা গ্রহণ করে নিজেদের উন্নতি ঘটাচ্ছেন।

২০২১ সালে বিধানসভা নির্বাচনের জয়লাভ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাটিতে নিয়ে আসেন এক অনবদ্য প্রকল্প- লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে রাজ্যের সাধারণ মহিলাদের ১০০০/- টাকা করে এবং তপশিলি জাতির মহিলাদের ১২০০/- টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

আবেদনের যোগ্যতা

রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু করা এই নতুন প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী তাঁতি (Weaver) এবং তন্তুজীবী (Fibrous) হতে হবে।

এই প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তারা ৫,০০০/- থেকে ১০,০০০/- টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে যাবেন রাজ্য সরকারের পক্ষ থেকে। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ৭০০/- কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের তাঁতিরা কোন কোন সুবিধা পাবেন?

১) এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কো-অপারেটিভ ব্যাংকের (Co-operative Bank) মাধ্যমে তাঁতিরা প্রয়োজনীয় ঋণ (Loan) পেয়ে যাবেন।

২) তাঁত শিল্পের জন্য প্রয়োজনীয় সুতো কেনার উপর দশ শতাংশ ছাড় (10% Discount) দেওয়া হবে প্রতিটি উপভোক্তাকে।

৩) তাঁতের সরঞ্জাম কেনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে।

৪) রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁতের ঘর মেরামতের সমস্ত দায়িত্ব নেওয়া হবে।

৫) কোন তাঁত শিল্পীর ৬০ বছরের আগে মৃত্যু ঘটলে, তার পরিবারকে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

এই প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় আবেদন পত্রটি নিকটবর্তী BDO অফিস থেকে কালেক্ট করে হাতে-কলমে সঠিক তথ্যের সাথে পূরণ করে, প্রয়োজনীয় ডকুমেন্টস এর সাথে পুনরায় BDO অফিসে গিয়ে জমা করে আসতে হবে।

Leave a Comment