CNMC Kolkata ANM Recruitment 2025: ক্য়ালকাটা ন্যাশানাল মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা নোটিফিকেশন দেখে নিন। অনলাইনে আবেদন জানাতে হবে। ওয়াক-ইন-ইন্টারভিউ হবে কেবলমাত্র।
কলকাতা মেডিক্যাল কলেজে আবেদনে কোন আবেদন ফি নেই। এখানে নিয়োগে শুধুমাত্র ওয়াক-ইন-ইন্টারভিউ হবে।
বেতন কত দেবে হাসপাতাল কর্তৃপক্ষ? ইন্টারভিউ এ কিভাবে অংশগ্রহণ করবেন? এই সব বিস্তারিত জানাব এই প্রতিবেদনটিতে।
নিয়োগকারী সংস্থা: ক্যালকাটা ন্য়াশানাল মেডিক্যাল কলেজ এণ্ড হাসপাতাল।
পদের নাম
ANM
শিক্ষাগত যোগ্যতা
Minimum Qualification ANM Degree with diploma Nursing/Bachelor of Science(Nursing)
বেতনক্রম (CNMC Kolkata ANM Recruitment 2025)
কলকাতা মেডিক্যাল কলেজে ANM পদে নিয়োগে বেতন প্রতি মাসে ১২,৫০০ টাকা।
আবেদন ফি
ANM পদে আবেদনের জন্য কোনরকম আবেদন ফি লাগবে না।
আবেদন (CNMC Kolkata ANM Recruitment 2025)
CNMC এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। তারপর Recruitment or Carrers পেজে গিয়ে নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন। ANM এর যে বিজ্ঞপ্তি বের হয়েছে তা চেক করে নেবেন। নিয়োগের নিয়মাবলী ভালো করে মনোযোগ দিয়ে পড়ে নেবেন। আবেদনপত্রটি ভালো করে পূরণ করবেন কোন ভুল যাতে না হয়। আবেদনপত্র এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকবেন ওয়াক-ইন-ইন্টারভিউ তে নীচে দেওয়া ঠিকানাটিতে ২০মে, ২০২৫ তারিখে।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের স্থান
Department of Psychiatry, Calcutta National Medical College & Hospital.
নিয়োগ পদ্ধতি
শুধুমাত্র Walk-In-Interview।
গুরুত্বপূর্ণ তারিখ
- নোটিফিকেশন বেরোনোর তারিখ: 08/05/2025
- ওয়াক-ইন-ইন্টারভিউ এর তারিখ: 20/05/2025
প্রয়োজনীয় লিঙ্ক
CNMC Kolkata ANM Recruitment 2025: Download Here
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here