Mandhan Yojana: সরকারি কর্মচারী বাদে সকলেই পাবেন পেনশন। হ্যাঁ, ঠিকই শুনছেন। নতুন এই প্রকল্প নিয়ে হাজির হলো কেন্দ্রীয় সরকার যার মাধ্যমে সরকারের কর্মচারীর ছাড়াও অন্যান্য সাধারণ মানুষও পাবে পেনশনের সুবিধা।
অবসর গ্রহণের পর থেকে প্রতিমাসে মিলবে তিন হাজার টাকা করে। এই প্রকল্পে শীঘ্রই আবেদন না করলে ভালো একটি সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই পড়ুন আজকের প্রতিবেদনটি।
প্রকল্পের নাম: প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা বা PMKMY
Mandhan Yojana প্রকল্পের সুবিধা
এটি সরকারি পক্ষ থেকে চালানো একটি পেনশন যোজনা। এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষক সম্প্রদায়ের মানুষেরা তাদের অবসর গ্রহণের পর অর্থাৎ ৬০ বছর পার করলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ৩০০০/- টাকা করে পেনশন পেয়ে যাবেন।
Mandhan Yojana আবেদনের যোগ্যতা
১) ভারতবর্ষের কৃষকদের মধ্যে যে সমস্ত আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে রয়েছে তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই বয়সের অধিক বা কম বয়সী প্রার্থীরা এই প্রকল্পে আবেদনের যোগ্য হবেন না।
২) আবেদনকারীর পারিবারিক মোট মাসিক রোজগার ১৫ হাজার টাকার কম হতে হবে।
৩) আবেদনকারীর পরিবার করদাতা হলে চলবে না।
৪) প্রদানকারীর নামে দুই হেক্টর পর্যন্ত জমি থাকতে পারে।
৫) আবেদনকারী যদি EPFO, NPS, বা ESIC র গ্রাহক হয়ে থাকেন তাহলে তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
৬) আবেদনকারীর মোবাইল নম্বর এবং ব্যাংকের সেভিংস একাউন্ট থাকা বাঞ্ছনীয়।
Mandhan Yojana আবেদন পদ্ধতি
আবেদনকারীদের সুবিধার্থে সরকারের এই প্রকল্পে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই আবেদন করার প্রক্রিয়া রাখা হয়েছে। এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন তারা https://maandhan.in/ এই ওয়েবসাইট থেকে নিজেদের তথ্যপূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সঠিকভাবে সম্পূর্ণ আবেদন পত্রটি অনলাইন মাধ্যমে পূরণ করার পর প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আপলোড করে জমা করে দিতে হবে। অপরদিকে অফলাইন পদ্ধতিতে যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তাদেরকে maandhan.in- ওয়েবসাইট থেকে অফলাইনে পূরণ করার জন্য আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে।
এরপরে একটি A4 সাইজার কাগজে সম্পূর্ণ আবেদন পত্রটি প্রিন্ট করে নিয়ে হাতে-কলমে পূরণ করতে হবে। সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে নিকটতম জনসেবা কেন্দ্রে (জেএসসি কেন্দ্র) জমা করে দিয়ে আসতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
উভয় পদ্ধতিতে আবেদনের ক্ষেত্রেই আবেদনকারীর আধার কার্ড, বয়সের প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক, ঠিকানার প্রমাণপত্র, বৈধ মোবাইল নম্বর, আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি জমা করতে হবে।