BSNL SIM Port: BSNL সিমে পোর্ট কিভাবে করবেন? A টু Z সমস্ত তথ্য! সস্তায় রিচার্জ প্ল্যান।

BSNL SIM Port: গত জুন মাসের কথা, তখনই জিও তাদের রিচার্জ প্ল্যানের বৃদ্ধির কথা ঘোষণা করেছিল। এরপর পরপরই এয়ারটেল, ভিআই সেই পথেই হেঁটেছে। ইতিমধ্যে এই মাসের শুরু থেকেই এই নতুন বর্ধিত দাম কার্যকর হয়েছে। কিন্তু টেলিকম সংস্থাগুলির এই পদক্ষেপ ক্ষোভ সঞ্চয় করেছে মধ্যবিত্তের মনে।

বেসরকারি সংস্থা গুলির দাম বৃদ্ধির পর এখন সাধারণ মানুষ সস্তা এবং সাশ্রয়ী মূলের বিকল্প খুঁজছে। এমন অবস্থায় গ্রাহকদের মন কাড়ছে BSNL. একদিকে যখন অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থা গুলির দাম একলাফে বাড়িয়ে দেওয়া হয়েছে, তখন অপরদিকে ভারতের এই বিশ্বস্ত সরকারি সংস্থা BSNL স্বল্পমূল্যে রিচার্জ পরিষেবা প্রদান করছে।

ভারতীয় সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান রয়েছে BSNL এর কাছে। চূড়ান্ত মূল্যবৃদ্ধির বাজারেও নিজেদের রিচার্জ প্ল্যান এর দাম মধ্যবিত্তের নাগালের মধ্যেই দেখেছে সংস্থাটি। তাই ইতিমধ্যে প্রচুর মানুষ নিজেদের সিম BSNL এ পোর্ট করাচ্ছেন (BSNL SIM Port)। কিছু BSNL অফিসে আগের তুলনায় অনেক ভীড়ও দেখা গেছে। আপনিও কী নিজের SIM টিকে BSNL এ পোর্ট করিয়ে নিতে চান? 

কীভাবে আপনার সিম BSNL এ পোর্ট করাবেন?

BSNL এ সিম পোর্ট (BSNL SIM Port) করতে চাইলে প্রথমে আপনাকে 1900 নাম্বারে একটি এসএমএস পাঠিয়ে একটি অনন্য পোর্টিং কোড (UPC) পেতে হবে। 

J & K প্রিপেড গ্রাহকদের ক্ষেত্রে এসএমএস পাঠানোর পরিবর্তে কল করতে হবে।

একবার UPC আইডি পেয়ে গেলে পোর্ট করার অনুরোধ করতে নিকটতম BSNL গ্রাহক পরিষেবা কেন্দ্র (CSC) অনুমোদিত ফ্যাঞ্চাইজির কাছে যেতে হবে।

এরপর আবেদন পত্র পূরণ করতে হবে। শেষে পোর্টিং ফ্রি দিতে হয় আপনার অনুরোধের প্রক্রিয়াকরণ শুরু করার জন্য। তবে সংস্থাটি উল্লেখ করেছে কোম্পানি বিএসএনএল পোর্ট (BSNL SIM Port) করার জন্য ব্যবহারকারীদের জন্য কোন টাকা নিচ্ছে না। 

প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলে আপনি নতুন BSNL সিম কার্ড পাবেন। উল্লেখিত সময়সীমায় আপনি BSNL এর পরিষেবা গুলি ব্যবহার করতে সিমকার্ড পরিবর্তন করতে পারে।

উল্লেখ্য জম্মু-কাশ্মীর অসম এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য অনুরোধের তারিখ থেকে পোর্ট করার জন্য ৩০ দিন সময় লাগতে পারে।‌ অন্যদিকে দেশের বাকি অংশের জন্য 15 দিন সময় লাগতে পারে। যেখানে দেশের বেসরকারি টেলিকম অপারেটর মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক রিচার্জ প্ল্যানে ২৫ শতাংশ বৃদ্ধি করেছে সেখানে BSNL নতুন প্ল্যান এনে আগের থেকে প্ল্যান গুলিতে অতিরিক্ত সুবিধা দিচ্ছে।  তাই আপনি চাইলেই আপনার সিমটিকে BSNL এ পোর্ট করতেই পারেন।

Leave a Comment