BSNL Free Wifi: ঘরে ঘরে দেওয়া হবে ফ্রি ওয়াইফাই কানেকশন। BSNL এর পক্ষ থেকে দেশজুড়ে সমস্ত বাড়িতে ওয়াইফাই কানেকশন দেওয়া হচ্ছে পুরোপুরি বিনামূল্যে। এক টাকাও খরচা না করেই বাড়ির ভেতরে বিনামূল্যে ব্রডব্যান্ড লাগিয়ে নিতে পারবেন আপনিও। যা ব্যবহার করে লাভ ওঠাতে পারবেন হাই স্পিড ওয়াইফাই নেটওয়ার্ক এর।
এমন ঘটনা যে দেশের মাটিতে প্রথম ঘটছে তেমনটা নয়। বেশ কিছু বছর আগে 4G নেটওয়ার্ক শুরু হওয়ার সময় মুকেশ আম্বানির কোম্পানি জিওর তরফ থেকে নিয়ে আসা হয়েছিল এমনই এক অভিনব উদ্যোগ। ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছিল বিনামূল্যে 4G নেটওয়ার্ক। 4G ফোন থাকলেই এই সুবিধা উপভোগ করতে পেরেছেন দেশের বহু মানুষ। এই পরিষেবা চলেছিল প্রায় এক বছর ধরে। তারপরেই মোবাইল নেটওয়ার্কের দুনিয়ায় নিজের একচেটিয়া স্থান করে নিয়েছিলেন মুকেশ আম্বানি। রিলায়েন্স জিও হয়ে উঠেছিল দেশের মধ্যে লিডিং মোবাইল নেটওয়ার্ক কোম্পানি।
বর্তমানে এমনই সুযোগ করে দিচ্ছে BSNL। মোবাইল নেটওয়ার্কের আদি যুগ থেকেই BSNL আমজনতার কাছে খুবই প্রিয় একটি নেটওয়ার্ক ছিল। মাঝে সময়ের সাথে পাল্লা দিতে না পেরে পড়ে গিয়েছিল BSNL এর মার্কেট। কিন্তু বর্তমানে এমন এক বিশেষ সুবিধা গ্রাহকদের কাছে এনে দেওয়ার জন্য আবার জনপ্রিয়তা বাড়ছে ভারত সঞ্চার নিগম লিমিটেডের।
ঘরে ঘরে কোনো রকম ইনস্টলেশন চার্জ ছাড়াই বিনামূল্যে ওয়াইফাই এর ব্রডব্যান্ড কানেকশন পৌঁছে দেওয়া হবে। এমনই ঘোষণা করা হয়েছিল Bharat Sanchar Nigam Limited অর্থাৎ BSNL এর পক্ষ থেকে। এই ব্রডব্যান্ড পরিষেবার মাধ্যমেই দেশবাসী এবার ঘরে বসে বিনামূল্যে উপভোগ করতে পারবেন BSNL এর হাই স্পিড ইন্টারনেট পরিষেবা।
বিনামূল্যে ওয়াইফাই কানেকশন দেওয়া হচ্ছে BSNL-এর ভারত ফাইবার এবং এয়ার ফাইবার দুটি কালেকশনে। এই কানেকশন দুটির মধ্যে যেকোনো একটি কানেকশন BSNL কোম্পানির তরফ থেকে গ্রাহকের বাড়িতে এসে বসিয়ে দেওয়া হবে। এর জন্য খরচ করতে হবে না একটাও টাকা।
এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে আপনিও লাভ ওঠাতে পারবেন এই অভিনব সুযোগের? বিষয়টা অতি সহজ। ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেলতে পারবেন ফ্রি ওয়াইফাই পরিষেবার জন্য। BSNL কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি ফর্ম ফিলাপের মাধ্যমে ফ্রি ওয়াইফাই ইনস্টলেশন এর জন্য অনলাইনে আবেদনের সুযোগ করে দিয়েছে BSNL। এছাড়াও BSNL এর হেড অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমেও এই পরিষেবার জন্য আবেদন করতে পারবেন দেশবাসী।
প্রাথমিকভাবে BSNL কোম্পানির তরফ থেকে চলতি বছরের মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত এই পরিষেবার মেয়াদ ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেই মেয়াদের বৃদ্ধি ঘটানো হয়েছে। এই বছর ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত BSNL কোম্পানির তরফ থেকে এই পরিষেবা জারি থাকবে দেশবাসীর জন্য।