Recruitment: রাজ্যের BDO অফিস থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের মিড ডে মিল প্রকল্পে এসিট্যান্ট পদে কর্মী নিয়োগ চলছে। রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর! নারী-পুরুষ সকলেই এখানে আবেদন জানাতে পারবেন।
কিভাবে আবেদন করবেন? বয়সসীমা কি রয়েছে? বেতনক্রম? কিভাবে প্রার্থী বাছাই করা হবে? সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। মিড ডে মিল প্রকল্পে চাকরি করতে চাইলে এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ুন।
শিক্ষাগত যোগ্যতা
প্রথমত, আবেদনকারীকে বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, প্রার্থীকে সরকারি রিটায়ার্ড কর্মী হতে হবে। কম্পিউটার জানলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ০৫ বছরের একাউন্ট্যান্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। কন্ট্রাক্টচুয়াল/অস্থায়ী কর্মীরা আবেদনযোগ্য নয়।
পদের নাম– এখানে Mid Day Meal Assistant Accountant পদে কর্মী নিয়োগ চলছে।
শুন্যপদ– এখানে মাত্র ০১টি শুন্যপদ রয়েছে।
বয়সসীমা– ০১/০৮/২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বচ্চ ৬৩ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম– এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে প্রতিমাসে ১১,০০০/- টাকা মাইনে পাবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোনপ্রকার লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র ইন্টারভিউ কাম ভাইভার মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের বাছাই করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ | ইন্টারভিউ স্থান |
১৩/০৯/২০২৪ তারিখ দুপুর ১২টা থেকে ইন্টারভিউ শুরু হবে। | Khatra, Bankura BDO অফিসে। |
আবেদন প্রক্রিয়া
সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে। বাঁকুড়া জেলার অফিশিয়াল পোর্টালে গিয়ে আবেদন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে নিন। এরপরে, আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করুন।
এরপরে, প্রয়োজনীয় ডকুমেন্টগুলি এটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে অফিসে জমা দিয়ে আসুন। ভারতীইয় পোষ্টের কুরিয়ারের মাধ্যমে জমা করতে পারেন। অথবা সরাসরি খাতরা BDO অফিসে গিয়ে হাতে হাতে জমা দিয়ে আসতে পারেন।
ডকুমেন্ট– ভোটার/আধার কার্ড, বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড বা পেনশন পেপার, লাস্ট বেসিক পে সারটিফিকেটে