Bandhan Bank Recruitment 2024: ১২,০০০ শুন্যপদে, বন্ধন ব্যাঙ্কে নিয়োগ! মাধ্যমিক/12th পাশে আবেদন করো।

Bandhan Bank Recruitment 2024: রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুন বড় সুখবর। পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় বন্ধন ব্যাঙ্কের বিভিন্ন ব্রাঞ্চে কর্মী নিয়োগ করা হচ্ছে। পুরুষ ও মহিলা যেকেউ বিনামুল্যে এখানে আবেদন করতে পারবেন। নুন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন শুরু হয়েছে।

কোন কোন পদে নিয়োগ চলছে? শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মাইনে, নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে? বিস্তারিত সমস্ত তথ্য আপনাদের সামনে আজ তুলে ধরছি। এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়লে সবকিছু বুঝতে পারবেন।

Bandhan Bank Recruitment 2024 Post Name

এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলছে। যা নীচে বিস্তারিত বলা হয়েছে-

  1. Administration
  2. Agri Buisness
  3. Analytics/BIU/Corporate Strategy
  4. Audit
  5. Banking Operations & Customer Services
  6. Branch Banking
  7. Compliance
  8. Corporate Salary
  9. Corporate Services
  10. Digital Banking
  11. Finance & Accounts
  12. Housing Finance
  13. Human Resoucres
  14. IT
  15. Legal/Vigilance
  16. Marketing
  17. Micro Banking
  18. Others
  19. Retail Assets
  20. Risk
  21. SME & MSME Banking
  22. Trade Finance
  23. Treasury
  24. Wholesale Banking

Bandhan Bank Recruitment 2024 শিক্ষাগত যোগ্যতা

যেহেতু এখানে ২৪টি আলাদা আলাদা পদে নিয়োগ করা হচ্ছে, তাই প্রত্যেকটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে। পদ অনুযায়ী মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশে আবেদন করতে পারবেন। তাছাড়া, উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা

পদ অনুযায়ী সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বচ্চ ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। কাস্ট অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

জব পোস্টিং

প্রত্যেকটি জেলায় যেখানে বন্ধন ব্যাঙ্কের ব্রাঞ্চ রয়েছে, সেই সমস্ত ব্রাঞ্চে পোস্টিং দেওয়া হবে। কিন্তু, প্রথমে কাছাকাছি লোকেশনে পোস্টিং নাও হতে পারে। পরবর্তীতে, বাড়ির কাছে পোস্টিং নিতে পারবেন।

Bandhan Bank Recruitment 2024 নিয়োগ পদ্ধতি

এখানে ২টি ধাপের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রথমে, আবেদনের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন করা হবে। এরপরে, মনোনীত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। যারা পাশ করবেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে ফাইনাল সিলেকশন দেওয়া হবে।

Bandhan Bank Form Fillup 2024
১) আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে এখানে আবেদন জানাতে হবে।

২) সর্বপ্রথম, Bandhan Bank এর অফিশিয়াল পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে।

৩) এরপরে, Preferred Department ও Preferred Location বাছাই করে, Continue অপশনে ক্লিক করতে হবে।

৪) তারপরে, আবেদনকারীর Name, Gender, Current Pincode, Current State, Current City / Town, Highest Qualification, Year of passing, Experience Level – এই সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।

৫) এরপরে ফাইনাল ধাপে, বায়োডাটা আপলোড করতে হবে এবং Mobile No, Email ID দিয়ে ফর্ম Submit করে দিতে হবে।

ফর্ম ফিলাপ সম্পূর্ণ হবার পর, আপনাকে অপেক্ষা করতে হবে। বন্ধন ব্যাঙ্কের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।

Leave a Comment