APCOS Visakhapatnam Recruitment 2025: সপ্তম শ্রেণী পাশে অফিস সাবর্ডিনেট নিয়োগ! অফলাইনে এইভাবে আবেদন করুন।

APCOS Visakhapatnam Recruitment 2025: অন্ধ্রপ্রদেশ কর্পোরেশন ফর আউটসোর্সড সার্ভিসেস বিশাখাপত্তনম ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সাবর্ডিনেট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। চাকরী প্রার্থীরা ন্যূনতম সপ্তম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন। আগ্রহী চাকরী প্রার্থীদের জন্য চমৎকার একটা বিজ্ঞপ্তি।

সুতরাং, আগ্রহী চাকরী প্রার্থীরা বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে আজই অফলাইনের মাধ্যমে আবেদন শুরু করে দিন। এরকম সুযোগ আপনারা হাতছাড়া করবেন না।

নিয়োগকারী সংস্থা: অন্ধ্রপ্রদেশ কর্পোরেশন ফর আউটসোর্সড সার্ভিসেস বিশাখাপত্তনম(APCOS Visakhapatnam)

পদের নাম

১. ডাটা এন্ট্রি অপারেটর।

২. অফিস সাবর্ডিনেট।

এক্ষেত্রে চাকরী প্রার্থীরা অবশ্যই নোটিফিকেশনটি ভালো করে মন দিয়ে পড়ে তারপর আবেদনপত্র পাঠাবেন।

শিক্ষাগত যোগ্যতা কী চাইছে?

কোন একটা স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সপ্তম শ্রেণী পাশ করে থাকলেই অফিস সারর্ডিনেট পদের জন্য আবেদন করতে পারবেন। তবে ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে ডিপ্লোমা, ডিগ্রী এবং পোষ্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে।

বয়সসীমা (APCOS Visakhapatnam Recruitment 2025)

চাকরী প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ থেকে সর্বোচ্চ বয়স ৪২ বছর হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে অন্যান্য শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে থাকবেন।

মাসিক বেতন

ডাটা এন্ট্রি অপারেটর: চাকরী প্রার্থীরা ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে নিয়োগের পর মাসে বেতন হিসাবে মোট ১৮,৫০০টাকা হাতে পাবেন সঙ্গে অন্যান্য সব ভাতাও পাবেন।

অফিস সাবর্ডিনেট: এই পদের চাকরী প্রার্থীরা কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার পর বেতন হিসাবে মোট ১৫,০০০টাকা পাবেন সঙ্গে অন্যান্য ভাতাও পাবেন।

আবেদন পদ্ধতি কী রয়েছে?

visakhapatnam.ap.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর অন্ধ্রপ্রদেশ কর্পোরেশনের Recruitment or Carrer অপশনে যে পদের জন্য আবেদন করতে চান সেই পদটি সিলেক্ট করতে হবে। তারপরে ডাউনলোড করতে নোটিফিকেশন থেকে ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সাবর্ডিনেট পদের আবেদন ফর্মটি। আবেদনের শেষ তারিখটি খেয়ার রাখতে হবে যাতে সময় পেরিয়ে না যায়। সেই পদে আবেদনের যোগ্য হলে আপনি অনলাইনে আবেদনপত্রটি সম্পূর্ণভাবে পূরণ করুন, মনে রাখবেন পূরণ করার সময় কোন ভুল যাতে না হয় সব তথ্য সঠিক দিন। আবেদনপত্রটি পূরণ হয়ে গেলে সমস্ত ডকুমেন্টস জেরক্স করে একটি এনভেলপের ভেতরে ঢুকিয়ে পাঠিয়ে দিন অফিসের নির্দিষ্ট ঠিকানায়। শেষে একটা কাজ করবেন আবেদনপত্রটি (APCOS Visakhapatnam Recruitment 2025) একটি জেরক্স কপি বা স্ক্রিনশট নিয়ে রাখবেন ভবিষ্যতে দরকার লাগবে।

আবেদন পাঠানোর ঠিকানা নীচে দেওয়া হল।

OFFICE OF AUDIT AND ENFORMENT,FIRST FLOOR V.M.R.D.A BUILDING, SIRIPURAM, VISAKHAPATNAM, ANDHRA PRADESH.

নিয়োগ (APCOS Visakhapatnam Recruitment 2025)

ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সাবর্ডিনেট পদের ক্ষেত্রে নিয়োগ হবে সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে। সবশেষে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অফলাইনে আবেদনের শুরুর তারিখ26/04/2025
অফলাইনে আবেদনের শেষ তারিখ03/05/2025

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ

অফিসিয়াল নোটিফিকেশন সহ আবেদন ফর্ম (পিডিএফ) ডাউনলোড করুন।
অফিসিয়াল ওয়েবসাইটক্লিক করুন।

Leave a Comment