BOI Recruitment 2025: ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া অফিসিয়ালিভাবে নোটিফিকেশন প্রকাশ করেছে । আগ্রহী ব্যঙ্কের চাকরি প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন চেক কর। অফলাইনে আবেদন জানাতে হবে তোমাদের। অফিসে বসেই কাজ করতে হবে তোমাদের।
ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ায় নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, কাজের বিবরণ, বেতন সম্পর্কে আজ তোমাদের জানাব এই প্রতিবেদনে। পড়তে থাকো এই প্রতিবেদনটি যত্ন সহকারে।
নিয়োকারী সংস্থা: ব্য়াঙ্ক অফ ইণ্ডিয়া।
পদের নাম
অফিস অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদ
ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের যে শূন্যপদ বের হয়েছে তাতে ৫টি শূন্যপদে লোক নেওয়ার কথা বলা হয়েছে।
পদের নাম | শূন্যপদ |
Office Assistant | 02 টি। |
FLC Counsellor | 03 টি। |
Read More: মুর্শিদাবাদ সাব-ডিভিশনাল অফিসে অতিথি শিক্ষক নিয়োগ! শুধুমাত্র ওয়াক-ইন-ইন্টারভিউ হবে।
শিক্ষাগত যোগ্যতা (BOI Recruitment 2025)
ব্যাঙ্কে কাজের জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার তরফ থেকে তা নীচে দেওয়া হল-
পদের নাম | যোগ্যতা |
Office Assistant | BSW, BA/B.Com, Graduation |
FLC Counsellor | নোটিফিকেশন চেক কর। |
বয়স (BOI Recruitment 2025)
ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ায় যে লোক নেওয়া হচ্ছে তাতে সর্বনিম্ন বয়স হতে হবে ২২ বছর এবং সর্বোচ্চ ৬৪ বছর।
বেতন কত ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ায়
অফিসে বসে কাজ। বেতনও পাবেন মাসে মাসে। ব্যাঙ্কগুলিতে বেতন সবসময় একটা আকর্ষণীয় হয়। তাই যারা গ্রাজুয়েশন পাশ করেছে তারপর চাকরি হিসাবে তারা ব্যাঙ্কের কাজই সবসময় পছন্দ করেন।
পদের নাম | বেতন (প্রত্যেক মাসে) |
Office Assistant | 27,500/- প্রতি মাসে বেতন। |
FLC Counsellor | 18,000/- বেতন পাবেন। |
আবেদন ফি
আবেদন ফি এখানে লাগবে না ব্যঙ্কে নিয়োগে।
আবেদন কিভাবে করবেন?
প্রথমে ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। সেখানে ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার Recruitment or Carrer অপশনে দেখবেন আপনি কোন পদের জন্য আবেদন করবেন। ডাউনলোড করবেন আবেদন ফর্ম নোটিফিকিশেনটি থেকে। আবেদনের শেষ তারিখ দেখে নেবেন। তারপর আবেদন ফর্ম পূরণ করবেন ঠিকঠিকভাবে। শেষে আবেদনপত্র সহ সমস্ত ডকুমেন্টস নিজে অ্যাটেস্টেড করে পাঠিয়ে দেবেন পোষ্টের মাধ্য়মে।
আবেদন পাঠানোর ঠিকানা
The Zonal Manager, Bank of India, Jamshedpur Zonal Office, 3rd Floor Bank of India building, Main Road Bistupur, Jamshedpur, Jharkhand Pin-831001.
নিয়োগ পদ্ধতি
শুধুমাত্র ইন্টারভিউ।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন করার তারিখ: 06/05/2025
আবেদন করার শেষ তারিখ: 27/05/2025
গুরুত্বপূর্ণ লিঙ্ক
BOI Recruitment 2025 | ডাউলোড করুন। |
অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য বিজ্ঞপ্তি | ক্লিক করুন। |
FLC Counsellor এর জন্য বিজ্ঞপ্তি | ক্লিক করুন। |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন এখানে। |