ADC Bank Recruitment 2025: গ্রাজুয়েট পাশে আহমেদাবাদ ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ব্যাঙ্কে লোক নিয়োগ! অফলাইনে আবেদন কর।

ADC Bank Recruitment 2025: আহমেদাবাদ, গুজরাটে বিভিন্ন শূন্যপদে গ্রাজুয়েট, পোষ্ট গ্রাজুয়েট যোগ্যতায় আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ব্যাঙ্কে কাজ করার ইচ্ছা থাকলে অফলাইনের মাধ্যমে আবেদন কর। ব্যাঙ্কে বসে কাজ করতে পারবে।

আহমেদাবাদ কো-অপারেপাটিভ ব্যাঙ্কের নোটিফিকেশনটি ভালো করে পড়ে দেখে নাও এবং দেখে নাও সেখানে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, সেই মতো তোমরা আবেদন কর।

নিয়োগকারী সংস্থা: আহমেদাবাদ ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ব্যাঙ্ক(ADC Bank)

পদের নাম

১. চিফ এক্সিকিউটিভ অফিসার।

২. জেনারেল ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার।

শিক্ষাগত যোগ্যতা কি কি দরকার?

1.Chief Executive Officer: এই পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে, Diploma, CA, Cost Accountant, Degree, Graduation, Post Graduation.

2. General Manager & Deputy General Manager: এই পদের জন্য চাইছে, CA, Cost Accountant, Graduation, Post Graduation.

Read More: সপ্তম শ্রেণী পাশে অফিস সাবর্ডিনেট নিয়োগ! অফলাইনে এইভাবে আবেদন করুন।

বয়সসীমা (ADC Bank Recruitment 2025)

17/05/2025 অনুযায়ী এই দুটি পদের জন্য সর্বোচ্চ বয়স হতে হবে ৫৫ বছর। নোটিফিকেশন অনুসারে এই বয়সসীমা প্রকাশ করা হয়েছে দেখে নিন।

মাসিক বেতন

আহমেদাবাদ জেলা কো-অপারেটিভ ব্যাঙ্কে চিফ এক্সিকিউটিভ অফিসার এবং জেনারেল ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার এই দুটি পদে নিয়োগের পর মাসিক বেতন কত হবে তা তাদের অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে দেখে নিন বিস্তারভাবে দেওয়া আছে।

আবেদন পদ্ধতি কেমন রয়েছে?

adcbank.in এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। তারপর Recruitment or Carrer অপশনে গিয়ে দুটি পদের নোটিফিকেশনটি দেখে নিতে হবে। এই দুটি পদের অ্যাপ্লিকেশন ফর্ম নীচে দিকে দেওয়া থাকবে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবে। প্রিন্ট আউট বের করার পর আবেদনের শেষ তারিখটি দেখে নেবে। দেখে নেওয়ার পর আবেদনপত্রটি ভালো করে সঠিক তথ্য দিয়ে পূরণ করে নেবে। পূরণ করার পর আবেদনপত্রসহ সমস্ত ডকুমেন্ট জেরক্স করে অ্যাটেস্টেড করে অফিসিয়াল ঠিকানায় পাঠিয়ে দেবে। আবেদনপত্রের একটা জেরক্স কপি রেখে দেবে।

আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া হল।

ঠিকানাটি হল এইরূপ-

THE AHMEDABAD DISTRICT CO-OPERATIVE BANK LIMITED, NR. GANDHI BRIDGE OPP. INCOME TAX OFFICE, ASHRAM ROAD, AHMEDABAD-380014.

নিয়োগ পদ্ধতি (ADC Bank Recruitment 2025)

নিয়োগ শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অফলাইনে আবেদন শুরু তারিখ: 22/04/2025

অফলাইনে আবেদন শেষ তারিখ: 09/05/2025

প্রয়োজনীয় লিঙ্কসমূহ

ADC Bank Recruitment 2025: Download Here

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Comment