Toto New Rules: রাজ্যের পরিবহন মন্ত্রণালয়ের (Ministry of Transport) পক্ষ থেকে টোটো চালকদের জন্য নতুন বিধিনিষেধের ঘোষণা করা হলো। এবার থেকে আর যত্রতত্র টোটো চালকেরা যাতায়াত করতে পারবেন না। তাই আপনি যদি নিজের প্রতিদিনের জীবনে টোটোয় করে যাতায়াত করে থাকেন, তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণ পরিবর্তনগুলি ভালোভাবে জেনে নিন।
কোন জায়গায় আপনি টোটো পরিষেবা পাবেন না? কেন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কী কী জানানো হয়েছে? রাজ্যে টোটো নিয়ন্ত্রণের জন্য কোন কোন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? সমস্ত প্রয়োজনীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো আজকের প্রতিবেদনটির মাধ্যমে।
এবার থেকে আর অবাধে যেখানে সেখানে যেতে পারবেন না টোটো চালকেরা। এমনকি সাধারণ মানুষের পরিবহনের জন্য হাইওয়ে বা বড় রাস্তায় টোটো চালানো বেআইনি বলে ঘোষণা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন রকম বিধি নিষেধ জারি করা হলো টোটো পরিষেবার বিষয়ে।
কেন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে?
বর্তমান সময়ে দেখা গিয়েছে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ১০ লক্ষেরও বেশি টোটো চলাচল করছে। এই চলাচল যথেষ্ট অনিয়ন্ত্রিত ভাবে দেখা যাচ্ছে। সঠিক কোন রকম পরিকল্পনা বা নিয়ম ছাড়াই, টোটো চালকেরা যেখানে সেখানে তাদের টোটো নিয়ে চলে যাচ্ছেন। যার ফলে বিপদের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
হাইওয়েতে টোটো উঠে যাওয়ার কারণে একের পর এক দুর্ঘটনার খবর শোনা যাচ্ছে। এই সমস্ত সমস্যার সমাধান করতেই এবার টোটো চালকদের উপর নিয়ন্ত্রণের ঘোষণা করা হলো পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে।
কোন জায়গায় আপনি টোটো পরিষেবা পাবেন না?
পশ্চিমবঙ্গ রাজ্যের মূলত বড় রাস্তা থেকে ভেতরের গলির মধ্যে দিয়ে ব্যক্তিদের বাড়ির সামনে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই টোটো পরিষেবা শুরু হয়েছিল।
তাই এবার থেকে টোটো চালকেরা মূলত হাইওয়ে বা কোন বড় রাস্তায় টোটো নিয়ে উঠতে পারবেন না। টোটো চালকদের জন্য নির্দিষ্ট কোন রুট না থাকলেও শহরের গলির মধ্যেই চলবে টোটো পরিষেবা।
পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কী কী জানানো হয়েছে?
১) টোটো পরিষেবার অবাধ বিচরণ বন্ধ করা হবে।
২) এক একজন টোটো চালকের নামে যাতে একটি গাড়ি থাকে সেই বিষয়টি সুনিশ্চিত করা হবে।
৩) বর্তমানে কতগুলি টোটো রয়েছে তার সংখ্যা গণনা করা হবে।
৪) পর্যাপ্ত অফিসিয়াল প্রসিডিউর এর মাধ্যমেই একজন টোটো চালক টোটোর ব্যবসা শুরু করতে পারবেন।
রাজ্যের পরিবহন মন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই বিষয়ে কোনো রকম ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হবে না টোটো চালকদের। বিভিন্ন বেআইনি পদ্ধতিতে টোটো পরিষেবা বন্ধ করে, সুনিয়ন্ত্রিতভাবে এই পরিষেবা জারি রাখা হবে বলেই জানানো হয়েছে।