রাজ্যে EWS Certificate বানানোর অনলাইনে আবেদন! সমস্ত জেলার জন্য চালু হয়েছে। কি ডকুমেন্ট লাগবে?

EWS Certificate: সরকারের পক্ষ থেকে এক নতুন সংরক্ষণ শ্রেণী গঠিত হয়েছে ২০১৯ সাল থেকে। এই সংরক্ষণ শ্রেণীর নাম EWS বা ইকনোমিকাল উইকার সেকশন। এক্ষেত্রে সাধারণ জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করা যায়। সরকারি নিয়ম অনুসারে প্রতিটি EWS চাকরিপ্রার্থীরা ভারত সরকারের এবং রাজ্য সরকারের বিভিন্ন চাকরিতে পদের সংরক্ষণ পেয়ে থাকেন।

EWS (Economically Weaker Section) এর গুরুত্ব

বর্তমানে সমাজে শুধুমাত্র SC,ST বা OBC ছাড়াও সাধারণ চাকরিপ্রার্থীরা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন। আর্থিকভাবে অনগ্রসর হওয়ার কারণে তাদের সামাজিক উন্নতিও স্থগিত রয়েছে। সেই কারণে সমাজের সকল শ্রেণীর উন্নতির দিকে লক্ষ্য রেখে EWS রিজার্ভেশন শুরু করা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

আবেদনের যোগ্যতা

১) যে সমস্ত চাকরি প্রার্থীরা SC/ST/OBC সার্টিফিকেটের উপভোক্তা নন এমন প্রার্থীরাই এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।

২) এই সার্টিফিকেটে আবেদনের জন্য আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ৮ লক্ষ টাকার নিচে হতে হবে।

৩) আবেদনকারীর পরিবারের সকল সদস্যদের মিলিয়ে জমির পরিমাণ ৫ একরের কম থাকতে হবে।

৪) আবেদনকারীর এবং তার পরিবারের সদস্যদের রেশন কার্ড BPL ক্যাটাগরির হতে হবে।

৫) শহরে বসবাসকারী আবেদনকারীর বাসস্থানের আবাসিক ফ্ল্যাটের ক্ষেত্রফল ১০০০ বর্গফুটের কম হতে হবে।

আবেদন পদ্ধতি

১) পশ্চিমবঙ্গের বাসিন্দাদের EWS সার্টিফিকেট আবেদনের জন্য রাজ্য সরকারের Backward Classes Welfare Department এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) সেখানে হোমপেজে থাকা EWS বিকল্পটি বেছে নিন।

৩) এরপর একটি ড্রপবক্স আপনার সামনে ওপেন হবে। সেই ড্রপবক্স থেকে Apply For EWS বিকল্পটি পছন্দ করুন।

৪) এরপর আপনার সামনে সম্পূর্ণ আবেদন পত্রটি খুলে যাবে।

৫) সেখানে প্রথমে নিজের সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে।

৬) নিজের সম্পূর্ণ বিবরণ পূরণ করার পর আপনার বাসস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা বসিয়ে দিতে হবে।

৭) আপনি কার কাছ থেকে এই EWS সার্টিফিকেটটি করাতে চাইছেন এমন দুজনের নাম এবং ঠিকানার উল্লেখ করতে হবে।

৮) এরপর আপনাকে পারিবারিক বার্ষিক রোজগার এবং সম্পত্তির পরিমাণ সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে আবেদন পত্রটি জমা করে দিতে হবে।

৯) অনলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করার পর সেটি A4 সাইজ পেপারে প্রিন্ট আউট করে নিন। এর সাথে পারিবারিক বার্ষিক রোজগার এবং সম্পত্তির পরিমাণের সঠিক বিবরণ নিয়ে অ্যাটাচ করে দিন।

১০) এবার সম্পূর্ণ আবেদন পত্রটি প্রয়োজনীয় ডকুমেন্টস এর সাথে আপনার নিকটবর্তী BDO অফিসে জমা করে দিন।

এইভাবে সম্পূর্ণ আবেদন পদ্ধতির মেনে আবেদন সম্পন্ন হলে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন। একবার সম্পূর্ণ আবেদনটি অ্যাপ্রুভ হয়ে গেলে খুব সহজেই একটি ক্লিকের মাধ্যমে EWS সার্টিফিকেটটি ডাউনলোড করে নিয়ে সব জায়গায় ব্যবহার করতে পারবেন।

Leave a Comment