Laser Printing Business: একটি মাত্র যন্ত্রের সাহায্যে ঘরে বসেই মাত্র ২ ঘন্টা কাজ করে প্রতিদিন রোজগার করে নিন ২০০০/- টাকা পর্যন্ত। কম পুঁজিতে নতুন ব্যবসা শুরু করার এক অভিনব আইডিয়া নিয়ে আজকে হাজির হয়েছি আমরা। তাই আপনি যদি চাকরির বদলে নিজের জীবনকে দাঁড় করাতে ব্যবসাকেই বেছে নিয়ে থাকেন, আর নতুন নতুন Buisness Idea দিয়ে নিজের অভিনব ব্যবসা শুরু করতে চান, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।
ভারতের চাকরির বাজার মোটেও ভালো নয়। যোগ্যতা অনুযায়ী সঠিক চাকরি বেশিরভাগ সময়ই খুঁজেও পাওয়া যায় না। প্রতিদিন যেইভাবে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে সেখানে অনেকেই চাকরির জন্য আর অপেক্ষা করেন না। চেষ্টা করেন নিজের জন্য এমন এক ব্যবসা দাঁড় করাতে যেখানে মাস গেলে প্রচুর টাকা রোজগার (Unlimited Earning) করা যাবে।
আজ এমনই একটি অভিনব ব্যবসার আইডিয়া দিতে চলেছি আমরা। এই ব্যবসা করে মাসে প্রায় ষাট হাজার টাকা পর্যন্ত রোজগার করে নিতে পারবেন। ব্যবসা শুরু করার জন্য মূলধনের পরিমাণও এমন কিছু বেশি নয়। একটি মাত্র মেশিন কিনে শুরু করে দিতে পারবেন এই ব্যবসা।
কিন্তু কোন মেশিন কিনবেন?
আসলে আমরা লেজার মেশিনের (Laser Machine) কথা বলছি। এই মেশিনটি মূলত কোন কাঠের জিনিসে, কাগজের উপর, অথবা যেকোনো জায়গায় নতুন নতুন ছবি প্রিন্ট করতে কাজে লাগে। এই মেশিনের সাহায্যে প্রিন্ট করা গেলেও এটি কিন্তু সাধারণ প্রিন্টার বা প্লটার নয়।
আপনার পছন্দমত যেকোনো ছবি লেজার মেশিনের সাহায্যে যে কোন জায়গায় প্রিন্ট করে নিতে পারবেন। এর জন্য কোনরকম কম্পিউটার (Computer) বা ল্যাপটপের (Laptop) প্রয়োজন হবে না। আপনার হাতে থাকা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে অতি সহজে বিভিন্ন জায়গায় ইচ্ছামত ছবি প্রিন্ট করে তার থেকে রোজগার করতে পারবেন। মেশিনটি চালানোর জন্য প্রয়োজন হয় শুধুমাত্র ইলেকট্রিক কানেকশনের। এছাড়াও আপনি চাইলে ব্যাটারির (Battery) সাহায্য এই মেশিন চালাতে পারেন।
এই মেশিনটি সাধারণত লেজার লাইটের সাহায্যে বিভিন্ন জায়গায় ছবি প্রিন্ট করে থাকে। ছবি প্রিন্ট করার জন্য মাত্র দুই থেকে আড়াই কিলো ওজনের লেজার মেশিনটিকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে Bluetooth- এর সাহায্যে কানেক্ট করে নিতে হবে। এরপর লেজার মেশিনটির জন্য অভিনব একটি অ্যাপ্লিকেশন মোবাইলে ইন্সটল করতে হবে। তবেই আপনি আপনার মোবাইল ফোনের সাহায্যে লেজার মেশিনটিকে কন্ট্রোল করতে পারবেন।
মোবাইল ফোনের সাথে লেজার মেশিনটি কানেক্টেড হয়ে গেলে, আপনি আপনার গ্যালারি থেকে নিজের পছন্দমত ছবি বেছে নিয়ে, তার সাইজ ঠিক করে যেকোনো কাঠের ব্লকে অথবা A4 সাইজ পর্যন্ত কাগজ বা অন্য কোন বস্তুর উপর বিভিন্ন রকমের ছবি প্রিন্ট করে সেটি নির্দিষ্ট পরিমাণ মূল্যে বিক্রি করে এই বিজনেস শুরু করতে পারেন।
Investment
প্রাথমিকভাবে আপনার যদি কোন দোকান না থাকে, তাহলে দোকানে টাকা ইনভেস্ট করার কোন রকম দরকার নেই। মাত্র ৪০,০০০/- থেকে ৫০,০০০/- টাকার মধ্যে এই লেজার মেশিন টি কিনে নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন প্রিন্ট করে অনলাইনে ফেসবুক বা instagram এ বিভিন্ন পেজ বা গ্রুপের মধ্যে অ্যাডভারটাইজমেন্ট দিয়ে অনলাইন মাধ্যমে খুব সহজেই বিজনেসটি শুরু করতে পারেন।