Google Adwords PPC: একটা সময় রোজগার করা মানেই ছিল ব্যাগ কাঁধে নিয়ে অফিসে যাওয়া অথবা ব্যবসার কাজে ব্যবসায়িক স্থানে গিয়ে কাজ করা। কিন্তু বর্তমানে এই দুটি পথের পাশাপাশি রোজগার করার আরো বিভিন্ন পন্থা মানুষের সামনে চলে এসেছে। আজকের দিনে অনলাইন (Online Income) মাধ্যমে বাড়িতে বসে (Work From Home) রোজগার করার বিভিন্ন উপায় রয়েছে।
অনলাইন মাধ্যমে রোজগার করার বিভিন্ন পন্থার মধ্যে অন্যতম হল ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)। কিন্তু আপনি কি জানেন, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে গুগল এডওয়ার্ড PPC (Google Adwords PPC)র মাধ্যমে মাস গেলে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব!
Google Adwords PPC কী? এর মূল কাজ কী? কীভাবে এটির সাহায্যে প্রচুর পরিমাণে রোজগার করা সম্ভব হবে? এই সমস্ত তথ্য বিস্তারিতভাবে বুঝিয়ে বলা হলো আজকের প্রতিবেদনে। তাই এই সম্পর্কে যাবতীয় তথ্য জানতে এখনই সম্পূর্ণ প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।
Google Adwords PPC
PPC বলতে বোঝায় Pay Per Click. অর্থাৎ একটি মাত্র ক্লিকের মাধ্যমে আপনি রোজগার করতে পারবেন প্রচুর টাকা। বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমের বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে বিজ্ঞাপনদাতারা বিভিন্ন প্রকারের বিজ্ঞাপন (Advertisement) প্রদান করে থাকেন। মূলত এই বিজ্ঞাপন গুলিতে ক্লিক করার হারের উপর নির্ভর করে টাকা রোজগার করে থাকেন ওয়েবসাইট বা সামাজিক মাধ্যমের মালিক।
Google Adwords PPC এর মূল কাজ কী?
ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) এর ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে নামি-দামী কোম্পানির বিক্রি করার জিনিসের বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। এছাড়া গুগলের পক্ষ থেকে বিভিন্ন বিজ্ঞাপনও (Google Ads) অনেক সময় দেখতে পাওয়া যায়। এই সমস্ত বিজ্ঞাপনগুলির মাধ্যমে গুগলের পক্ষ থেকে টাকাও রোজগার করা যায়।
কীভাবে রোজগার করা সম্ভব হবে?
বিভিন্ন সামাজিক মাধ্যমে ইনফ্লুয়েন্সারদের কনটেন্ট (Content) দেখলে বুঝতে পারবেন অনেক সময়েই তারা বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন করে থাকেন। এক্ষেত্রে শুধুমাত্র যা প্রয়োজন তা হল, একটি পরিচিত সোশ্যাল মিডিয়া পেজ (Social Media Page)। সেটি Instagram, Facebook বা Youtube যা কিছু হতে পারে।
বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেও Google Adwords PPC র সাহায্যে রোজগার করা সম্ভব। মূলত আপনাকে আপনার ওয়েবসাইটকে মানুষের কাছে পরিচিত করে তুলতে হবে। তার জন্য আপনার পক্ষ থেকে প্রকাশিত আর্টিকেলটিতে প্রয়োজনীয় কীওয়ার্ড দিতে হবে। যার ফলে সার্চ ইঞ্জিন এর মাধ্যমে আপনার ওয়েব পেজটি সকলের শীর্ষে দেখাতে শুরু করবে।
এরপর ব্যবহারকারী যখন আপনার কনটেন্ট টি (Content) দেখতে শুরু করবেন, তখনই Google এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন তার সামনে ফুটে উঠবে। এই সমস্ত বিজ্ঞাপনগুলিতে যদি ব্যবহারকারী ক্লিক করেন, তাহলেই গুগলের পক্ষ থেকে ওয়েব পেজ বা সামাজিক মাধ্যমে মালিককে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করবে। এইভাবে ব্যবহারকারীর প্রতিটি ক্লিকের মাধ্যমে মাস গেলে ঘরে বসে অনলাইন মাধ্যমেই লক্ষ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব।