BPL Ghar Yojana: বিনামূল্যে পাবেন স্থায়ী পাকা বাড়ি! আবেদন করুন প্রধানমন্ত্রী এই প্রকল্পে।

BPL Ghar Yojana: প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জন্য বড় উপহার নিয়ে উপস্থিত। এর আগে তিনি ঘোষণা করেছিলেন বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের। সম্প্রতি প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এমন এক প্রকল্পে যেখানে জানানো হয়েছে বিনামূল্যে স্থায়ী বাড়ি দেওয়া হবে দরিদ্র থেকে মধ্যবিত্ত সকলকেই।

সম্প্রতি ঘোষিত হওয়া এই যোজনার নাম রাখা হয়েছে বিপিএল ঘর যোজনা। যে যোজনার সাহায্যে মানুষ তৈরি করতে পারবেন নিজের স্থায়ী ঘর। এই প্রকল্পের অধীনে গৃহঋণের সুদের হারে পাওয়া যাবে আয়কর ছাড়। যে সমস্ত ব্যক্তিরা ৫০ হাজার টাকা পর্যন্ত হোম লোন নিচ্ছেন তারা এই স্কিমের অধীনে আয়কর ছাড়ের দাবি জানাতে পারবেন অনায়াসেই।

যোগ্যতা কি লাগবে?

১) আবেদনকারী ব্যক্তিকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।

২) এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন তারাই যে সমস্ত মানুষেরা দরিদ্র এবং মধ্যবিত্ত আওতায় পড়বেন।

৩) আবেদনকারীর কোন স্থায়ী ঘর থাকলে হবে না।

৪) যেসব ব্যক্তিরা করেন না সরকারি চাকরি, তারা পাবেন এই প্রকল্পের সুবিধা।

কি কি নথিপত্র লাগবে?

  • একটি পাসপোর্ট সাইজ ছবি।
  • আধার কার্ড।
  • ভোটার আইডি কার্ড।
  • প্যান কার্ড।
  • জাত শংসাপত্র।
  • আয় শংসাপত্র।
  • বয়স শংসাপত্র।
  • রেশন কার্ড।
  • মোবাইল নম্বর।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য।

প্রধানমন্ত্রীর এই প্রকল্প শুরু করার উদ্দেশ্য একটাই। এই প্রকল্পের আওতায় তৈরি হতে চলেছে এক কোটি মানুষের স্থায়ী ঘর। বিশেষত যে সমস্ত মানুষরা রয়েছেন অভাবে তাদের দেওয়া হবে এই ঘর। সরকার এই প্রকল্পের আওতায় বাড়ি কেনার জন্য দরিদ্র এবং মধ্যবিত্তদের ভর্তুকিও দিয়ে থাকবেন।

Leave a Comment