Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0-র জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে গেল। ভারতবর্ষে সাধারণ গৃহহীন মানুষদের পাকা বাড়ি প্রদান করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪ সালে লোকসভা নির্বাচন এ জয়লাভ করার পরে Pradhan Mantri Awas Yojana 2.0 সম্পর্কে ঘোষণা করে দেন।
বর্তমানে এই প্রকল্পের জন্য আবেদন গ্রহণ পুনরায় শুরু হয়েছে। চলতি বছরে গ্রামীণ এবং শহরের আবাস যোজনার মাধ্যমে মোট তিন কোটি মানুষকে পাকা বাড়ি দেওয়ার ঘোষণা করা হয়েছে। কারা আবেদন করতে পারবেন? আবেদন পদ্ধতি কেমন রয়েছে? আবেদনের জন্য কোন কোন নথি বা ডকুমেন্টসের প্রয়োজন হবে? এ সমস্ত প্রশ্নের সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি এখনই পড়ে নিন।
আবেদনের যোগ্যতা
১) আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে।
২) আবেদনকারীর বয়স হতে হবে ১৬ বছর থেকে ৫৯ বছরের মধ্যে।
৩) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ ৯০ হাজার টাকার মধ্যে হওয়া আবশ্যিক।
৪) আবেদনকারীকে তার পরিবারের প্রধান হতে হবে।
৫) আবেদনকারীর সরকারি চাকরি থাকলে এই প্রকল্পের সুবিধা তিনি পাবেন না।
৬) ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই গৃহহীন হতে হবে।
প্রকল্পের ভাগ
প্রধানমন্ত্রী আবাস যোজনা মোট ২টি ভাগে বিভক্ত। একটি গ্রাম এলাকার বাসিন্দাদের জন্য- গ্রামীণ বা Rural আবাস যোজনা। অপরটি, শহর এলাকার বাসিন্দাদের জন্য- Urban আবাস যোজনা।
আবেদন পদ্ধতি
শহরে বসবাসকারী প্রার্থীদের এই প্রকল্পে আবেদনের জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতি মেনে PMAY (Urban) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে।
অপরদিকে গ্রামীণ আবাস যোজনায় আবেদন করার জন্য সম্পূর্ণ অফলাইন মাধ্যমে নির্দিষ্ট পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন পত্র জমা করে দিয়ে আসতে হবে। অফলাইন আবেদন পত্র পাওয়ার জন্য গ্রামের পঞ্চায়েত অফিসের যোগাযোগ করতে হবে ইচ্ছুক প্রার্থীদের।
প্রয়োজনীয় নথিপত্র
- আবেদনকারী আধার কার্ড।
- রেশন কার্ডের শ্রেণীবিভাগ।
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইল।
- জমির রেকর্ড।
- আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
আবেদনের স্ট্যাটাস চেক করার পদ্ধতি
১) pmayg.nic.in গুগলে গিয়ে এই লিংক থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করুন। ওয়েবসাইটের হোমপেজ থেকে স্টেকহোল্ডার অপশন বেছে নিন। এরপর IAY/PMAYG অপশন বেছে তাতে ক্লিক করুন।
আপনার আবেদনের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনার নামটি খুঁজুন। সেখান থেকে অ্যাডভান্সড সার্চ অপশনে গিয়ে আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করতে পারেন।
এই প্রকল্পে ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পক্ষ থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৪-২৫ অর্ধ বর্ষের ইউনিয়ন বাজেটে এই সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। তাই ইচ্ছুক প্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্পে আবেদন করে সম্পূর্ণ সরকারি খরচায় নিজেদের জন্য একটি পাকা বাড়ি বানিয়ে নিতে পারেন।